সোমবার, ১৫ আগস্ট, ২০১৬, ০২:৪৭:২০

স্বামী পেটানোয় তালিকায় বিশ্বে দুই নম্বর স্থান অর্জন করেছে ভারতীয় নারীরা

স্বামী পেটানোয় তালিকায় বিশ্বে দুই নম্বর স্থান অর্জন করেছে ভারতীয় নারীরা

এক্সক্লুসিভ ডেস্ক: স্বামী পেটানোয় বিশ্বে দুই নম্বর স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় নম্বরে ব্রিটেন নারীরা। তবে এই তালিকায় নিজেদের দখলে রাখল মিশরের মহিলারা। তারা স্বামী পেটানোর ক্ষেত্রে এক নম্বরে আছে।-খবর কলকাতা

সম্প্রতি রাষ্ট্রসংঘের অপরাধ পরিসংখ্যানে এমন এক চিত্র ওঠে এসেছে। মিশরীয় ফ্যামিলি কোর্টের তথ্য অনুযায়ী, স্বামীকে নির্যাতন ও মারধর করেন এমন স্ত্রীদের ৬৬ ভাগই আবার ফ্যামিলি কোর্টের মাধ্যমে ডিভোর্সের আবেদন করে থাকেন।

এক্ষেত্রে স্ত্রীকে বিচারের মুখোমুখি করা ছাড়া কিছুই করার থাকে না বেচারা নির্যাতনের শিকার স্বামীদের। এ ধরনের মামলা প্রায় ৬০০০ বলে জানিয়েছে ফ্যামিলি কোর্ট।

তথ্য অনুযায়ী, স্বামীকে পেটানোর ক্ষেত্রে কেবল হাত ব্যবহার করেই ক্ষ্যান্ত দেন না স্ত্রীরা! এক্ষেত্রে তারা বেল্ট, রান্নায় ব্যবহৃত জিনিসপত্র, জুতো এবং কোনও কোনো ক্ষেত্রে অস্ত্রও ব্যবহার করেন বলে তথ্যে উঠে এসেছে।

এর থেকেও বেশি চাঞ্চল্যকর তথ্য এই যে স্বামীকে পেটানো এবং গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কাজ নির্বিঘ্নে করতে অনেক সময় তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেন স্ত্রীরা। কিছুটা আচ্ছন্ন হয়ে আসলে স্বামীর উপর চলে অকথ্য অত্যাচার!
১৫ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে