মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০১:৫৩:৫৫

প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছেন? এখনই সাবধান হোন

প্লাস্টিকের বোতলে পানি খাচ্ছেন? এখনই সাবধান হোন

এক্সক্লুসিভ ডেস্ক: পানির পিপাসা পেলেই বোতলটা খুলে কয়েক ঢোক পানি ঢক ঢক করে খেয়ে নিলেন। কোথাও বাইরে যাচ্ছেন, বা অফিসে সঙ্গে একটা পানির বোতল থাকবেই। পথে-ঘাটে পানির পিপাসা তো পেতেই পারে!

গ্লাসে পানি খাওয়ার রীতি এখন প্রায় উঠেই গিয়েছে বলতে হয়। সুবিধার জন্য ঘরে চারটে বোতল কিনে নিয়ে এলেন। কিন্তু জানেন কি এই প্লাস্টিকের বোতল কত জীবাণু আপনার শরীরে চালান করে দিচ্ছে?

সম্প্রতি একটি গবেষেণায় প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার বিষয়টি নিয়ে কয়েকটি তথ্য উঠে এসেছে। কী সেই তথ্য?

গবেষণায় বলছে, পানির জন্য যে প্লাস্টিকের বোতলটা আপনি ঘরে অথবা অফিসে ব্যবহার করছেন সেটা পরিষ্কার দেখতে লাগলেও, মোটেই পরিষ্কার নয়। আমরা অনেকেই একই বোতল সপ্তাহের পর সপ্তাহ, এমনকী মাসও পার করে দিই না ধুয়ে।

গবেষণায় বলা হয়েছে, এই সব বোতলই সবচেয়ে ক্ষতিকারক। প্রায় ৩ লক্ষ ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় প্রতি বর্গ সেন্টিমিটারে। ওই বোতলে জল খাওয়া মানে কোনও টয়লেট সিট চাটার সমান।

চার ধরনের বোতলের উপর সমীক্ষা করা হয়। স্ক্রু-টপ, স্লাইড টপ স্কুইজ টপ এবং স্ট্র টপ। দেখা গিয়েছে, স্লাইড টপ বোতলে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। তবে স্ট্র টপ এবং স্টেইনলেস স্টিল বোতলে ব্যাকটেরিয়ার প্রভাবটা কম থাকে বলে গবেষণা ধরা পড়েছে।-আনন্দবাজার

১৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে