বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১২:০৬

বাঘের গলায় হাড়ি, অতঃপর ঘটলো মজার ঘটনা

বাঘের গলায় হাড়ি, অতঃপর ঘটলো মজার ঘটনা

এক্সক্লুসিভ ডেস্ক: রুক্ষ মরুপ্রদেশে তৃষ্ণা মেটাতে গিয়ে মহা ফাঁপড়ে পড়তে হল এক লেপার্ডকে। রাজস্থানে জলের খোঁজে ইতিউতি ঘোরাফেরা করতে করতে, তার চোখে পড়েছিল এক হাঁড়ি জল। তখন বুঝতে পারেনি। তেষ্টা মেটাতে হাঁড়িতে মাথাটা পুরো ঢুকিয়েই সে জল খেতে শুরু করে। জলপানের শেষে যখন মাথাটা বাইরে বের করতে যাবে, তখনই সে আঁচ করে বিপদটা। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গেছে। মাথাটা একেবারে ফেঁসে গিয়েছে হাঁড়ির ভেতর।

জয়পুরের রাজসামান্দ জেলার সাদুলখেরা গ্রামের ঘটনা। লেপার্ডটা যখন মাথা বের করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে, তখন তার তর্জন-গর্জন শুনে এলাকায় জড়ো হয়ে যান গ্রামবাসীরা। সাহায্যের জন্য কারও এগিয়ে যাওয়ার সাহস না হলেও, অনেকে লেপার্ডের সেই ছটফটানির ছবি ও ভিডিয়ো তুলতে ব্যস্ত হয়ে যান।

অবশেষে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লেপার্ডটিকে উদ্ধার করে। ট্রাঙ্কুইলাইজার দিয়ে সেটিকে ঘুম পাড়িয়ে, তার মাথা থেকে বের করা হয় হাঁড়িটা। পাশের কুম্ভলগড় অভয়ারণ্য থেকে লেপার্ডটি লোকালয়ে চলে এসেছিল বলে মনে করা হচ্ছে।-এই সময়
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে