মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৯:৩৬:০১

নারীদের দিকে অভদ্র ভাবে ১৪ সেকেন্ড তাকালেই জেল!

নারীদের দিকে অভদ্র ভাবে ১৪ সেকেন্ড তাকালেই জেল!

এক্সক্লুসিভ ডেস্ক : পথে-ঘাটে অনেক অভদ্র দৃষ্টির সামনেই পড়েন নারীরা। কখনও তারা প্রতিবাদ করেন, আবার কখনও যতটা তাড়াতাড়ি সম্ভব ঐ স্থান ত্যাগ করেন। এবার কি তারা প্রতিকারের উপায় পাচ্ছেন হাতে? সম্প্রতি ভারতের কেরালার আবগারি কমিশনার ঋষিরাজ সিং জানিয়েছেন, এবার থেকে যদি কোন পুরুষ কোন নারীদের দিকে ১৪ সেকেন্ড অভদ্র ভাবে তাকিয়ে থাকেন, তবে তার হাজতবাস অনিবার্য। সিংয়ের বক্তব্যের পিছনে সদিচ্ছা থাকলেও উক্তিটি রীতিমতো ঝড় তুলেছে কেরালায়।

কেরালার ক্রীড়ামন্ত্রী এস পি জয়রাজন যেমন সরব হয়েছেন সিংয়ের সমালোচনায়। তার মতে, ঋষিরাজের এই উক্তি মুলত কুরুচির নামান্তর! তা ছাড়া তিনি নাক গলাচ্ছেন এমন প্রশাসনিক বিষয়ে যা নিয়ে তার কথা বলার অধিকার নেই!

গোটা কেরালা আপাতত অস্বস্তিতে রয়েছে সিংয়ের এই মন্তব্য নিয়ে। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে নারী সুরক্ষার বিষয়টি ঠিকঠাকই রয়েছে। তার পরেও সিং কেন এমন মন্তব্য করলেন, তা নিয়ে তদন্ত চলছে। -সংবাদ প্রতিদিন
১৬ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে