মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৫:৩২:২২

বাঁ-হাতি হওয়ার অবাক করা পাঁচ সুবিধা!

বাঁ-হাতি হওয়ার অবাক করা পাঁচ সুবিধা!

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি কি বাঁ-হাতি? কখনো ভেবেছেন বাঁ-হাতি হওয়ার সুবিধা কী? কিংবা কোনো অসুবিধাও আছে কিনা? বিশ্বের অনেক নামীদামী ব্যক্তিই কিন্তু বাঁ-হাতি৷ চলুন জেনে নিই তাদের সম্পর্কে পাঁচটি মজার তথ্য৷

১. বাঁ-হাতিরা অল্প বয়সে মরেন না : গত শতকের আশি ও নব্বইয়ের দশকে একদল গবেষক হঠাৎ আবিষ্কার করেন, বাঁ-হাতিরা ডান-হাতিদের চেয়ে নয় বছর কম বাঁচেন৷ ক্যালিফোর্নিয়ার কিছু মানুষের মৃত্যুর পরিসংখ্যান ঘেঁটে এই তথ্য বের করেন তারা৷ আশার কথা হচ্ছে, পরবর্তীতে প্রমাণ হয়েছে গবেষণাটিতে অনেক ভুল ছিল৷ গবেষণায় দেখা গেছে, বাঁ-হাতিরা ডান-হাতিদের তুলনায় কম বাঁচেন না৷

২. আপনার সঙ্গীরা বেশ শক্তিশালী : যে মানুষটি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর চাকুরিটি করেন বলে অনেকের ধারনা, তিনি একজন বাঁ-হাতি৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাম হাত দিয়ে গুরুত্বপূর্ণ সব কাগজপত্রের স্বাক্ষর করেন৷ অন্যান্য নাম করা বাঁ-হাতিদের মধ্যে রয়েছেন আলবার্ট আইনস্টাইন, বিল গেটস এবং ওপেরা উইনফ্রে৷

৩. আপনি বিশেষ কেউ! : বিশ্বের ঠিক কতজন মানুষ বাঁ-হাতি আর কতজন ডান-হাতি তার সঠিক পরিসংখ্যান নেই৷ অনেকে বাঁহাতি হিসেবে জন্মালেও পরবর্তীতে তাদের জোর করে ডান হাতে অনেক কিছু করতে বাধ্য করা হয়৷ ফলে একেবার নিঁখুত হিসেব বের করা কঠিন৷ যেটা ধারনা করা হয়, তা হচ্ছে, বিশ্বের ৭০ থেকে ৯৫ শতাংশ মানুষ ডান-হাতি৷ সে হিসেবে বাঁ-হাতিরা বিশেষ কিছু৷

৪. বাঁহাতিদের বাতের ঝুঁকি কম : ২০০৫ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বাঁ-হাতিদের বাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা ডান-হাতিদের চেয়ে কম৷ আলসারের ঝুঁকিও তাদের কম বলে জানা গেছে সেই গবেষণায়৷

৫. খেলাধুলায় বাঁহাতিদের কদর বেশি : ক্রিকেট মাঠে বাঁ-হাতি ব্যাটসম্যান এবং বোলারদের কদর বেশি থাকে৷ যে দলে বাঁ-হাতি খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকে, সে দল প্রতিপক্ষকে ঘায়েল করতে একটু বাড়তি সুবিধা পায় বৈকি৷ বেসবলের ক্ষেত্রে বা-হাতি ‘পিচার’-দের গুরুত্ব বেশি৷-ডিডব্লিউ
১৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে