মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৯:৫৩:১০

ভৈরবে নিয়ে ছেড়ে আসার পর আবার কমলাপুরে ফিরে এসেছে সেই কুকুরগুলো!

 ভৈরবে নিয়ে ছেড়ে আসার পর আবার কমলাপুরে ফিরে এসেছে সেই কুকুরগুলো!

এক্সক্লুসিভ ডেস্ক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উৎপাতকারী কুকুরগুলোকে লোহার খাঁচায় ভরে ট্রেনে করে ভৈরবে নিয়ে ছেড়ে আসার পর আবার কমলাপুরে ফিরে এসেছে সেই কুকুরগুলো।
 
গত ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে রেলওয়ের নিরাপত্তা কর্মীরা বড় মাপের ৬টি কুকুর আটক করে লোহার খাঁচায় ভরে ঢাকা-ময়মনসিংহগামী ঈশা খাঁ ট্রেনে করে ছেড়ে দেয়া হয়েছিল ভৈরবের ফাঁকা জায়গায়।

রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা (সিআই)  মুজিবুর রহমান জানিয়েছেন, সোমবার রাতেই ৬টি কুকুরের মধ্যে ৪টি কুকুর আবার কমলাপুরে রেলস্টেশনে ফিরে এসেছে।  যে প্লাটফর্মগুলোতে কুকুরগুলো বেশি সময় কাটাতো সেখানেই আবার অবস্থান নিয়েছে।
 
তিনি বলেন, কুকুরগুলোর জন্ম, বেড়ে ওঠা কমলাপুর স্টেশন ঘিরেই।  ফলে শত কিলোমিটার দূরে নিয়ে ছেড়ে আসার পরও কোনো লাভ হয়নি।  ঠিকই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে এসেছে।

রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা (সিআই) মুজিবুর রহমান জানান, কুকুরগুলোকে দেখে সবাই রীতিমত বিস্মিত হয়েছি।  এখন কুকুরগুলোকে লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে যতটুকু ঠেকানো যায় তাই করা হবে।
 
রেলওয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কমলাপুর রেল স্টেশনে ছোট বড় মিলে অন্তত দুই শতাধিক বেওয়ারিশ কুকুর রয়েছে।  কুকুরগুলো প্লাটফর্মগুলোতে অবাধে বিচরণ করে।  কুকুরের মধ্যে খাবার নিয়ে ঝগড়া আর ডাকাডাকিতে ভয়ার্ত পরিবেশ তৈরি হয়।  শিশুরা ভয়ে তটস্থ থাকে।
 
গত কয়েক মাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী ও রেলকর্মী।  এমন অবস্থায় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে রেল কর্তৃপক্ষ।  

কিন্তু স্বাস্থ্য কর্মকর্তা জানিয়ে দেন, কুকুর নিধন নিষিদ্ধ।  সিটি কর্পোরেশনের কিছুই করার নেই। রেল কর্তৃপক্ষ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কয়েকজনকে দায়িত্ব দেন কুকুর তাড়ানোর।  নিরাপত্তাকর্মীরা লম্বা লাঠি নিয়ে কুকুর তাড়াতে শুরু করে।  কিন্তু তাতেও ঠেকানো সম্ভব হচ্ছে না। 

১৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে