বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৫:৪৬:৪০

কথা বলার সময়ে বাঙালিরা যে ১০টি ভুল করে থাকে!

কথা বলার সময়ে বাঙালিরা যে ১০টি ভুল করে থাকে!

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা বিশেষত বাঙালিরা, কথা বলার সময় এমন কিছু কমন ভুল করে থাকি, যেগুলিকে নিয়ে অবসরে একটু ভাবলেই দেখা যাবে আসলে সেই কথাগুলোর কোনো মানেই হয় না। কিন্তু তা সত্যেও আমরা বলে যাই, ভুলটিকে খুব একটা গুরুতর হিসাবে ধরা হয় না। এই ভুল বেশ মিষ্টি। আর সেই সব ভুলের একছত্র অধিকার শুধু যেন বাঙালিদেরই! কথায় কথায় আপনিও এই ভুলগুলি করে থাকেন। এক নজরে দেখে নিন সেই ভুলগুলি-

১. আমাদের তো লাভ ম্যারেজ করে ‘বিয়ে’ হয়েছে।

২. সত্যি ছেলেটার ‘গলা’র ভয়েসটা খুব সুন্দর।

৩. স্টেশন থেকে নেমে আমার বাড়ি ‘পায়ে’ হেঁটে ঠিক পাঁচ মিনিট।

৪. কত মানুষ ‘খোলা’ আকাশের নিচে বসে থাকে।

৫. দুপুরে তো ‘লাঞ্চ’ খেলেন না, রাতে ‘ডিনার’টা কিন্তু খেয়ে যাবেন প্লিজ।

৬. ভাই চার কপি ‘জেরক্স’ করে দিন।

৭. আজ ‘রাতে’ আবার নাইট ডিউটি আছে।

৮. ‘প্রতিদিন’ ডেলি প্যাসেঞ্জারি করতে আর ভাল লাগে নারে ভাই।

৯. কাল ‘সকালে’ আমি মর্নিং ওয়াকে যাবই যাব।

১০. ও মা! মেয়েটাকে তো পুরো ‘ডল’ পুতুলের মতো দেখতে।
১৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে