বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৭:৪৫:২৯

টাকা খরচ করে ভাঙা প্লেন দেখতে মানুষের ঢল!

টাকা খরচ করে ভাঙা প্লেন দেখতে মানুষের ঢল!

এক্সক্লুসিভ ডেস্ক : আমরা এতদিন জানতাম এরোপ্লেন শুধু মানুষকে উড়িয়ে নিয়ে যায়, এপ্রান্ত থেকে ওপ্রান্ত৷ কিন্তু সে যে মানুষকে বিনোদনও দেয় তা আমাদের কল্পনারও অতীত৷ থাইল্যান্ডে এমন একটি স্থান আছে যেখানে খারাপ হওয়া এরোপ্লেন রাখা হয়৷ আর সেগুলোতো বিভিন্নরকমের ডিজাইন করা হয়৷ যা দেখতে ছুটে আসে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ৷ অনেক মানুষ ফটোগ্রাফি করতেও আসে ওই স্থানে৷ এক ফটোগ্রাফার মিস্টার ওয়ার্ড জানিয়েছেন, এই প্লেনগুলোকে দু-বছর ধরে ওই স্থানে রেখে দেয়া হয়েছে৷ এখনো পর্যন্ত সরানোর কোনো ব্যবস্তা করা হয়নি৷

যেখানে ওই প্লেনগুলোকে রাখা হয়েছে সেখানে অনেক বাচ্চাদের জিনিষপত্র ও ব্যক্তিগত ব্যবহার্য জিনিষপত্র পাওয়া গিয়েছে৷ মনে করা হচ্ছে ওই স্থানে কোনো পরিবার বসবাস করতো৷ তারা ওই জিনিষপত্রগুলো ফেলে গিয়েছে এবং জায়গাটাকে এমনভাবে করে রেখে গিয়েছে যেন মনে হচ্ছে প্লেনগুলো হাইজ্যাক করা হয়েছে৷

ওই স্থানটি যারা দেখতে আসে তাদের কাছ থেকে ৩০০ বাথ (থাইল্যান্ডের মুদ্রার মূল্য) নেয়া হচ্ছে বলেও জানা গিয়েছে৷ ফটোগ্রাফার মিস্টার ওয়ার্ড জানিয়েছেন, থাইল্যান্ড হলো এমন একটি দেশ যে সংস্কৃতির সঙ্গে প্রসার লাভ করেছে৷ লোক মুখে শোনা যায় এই স্থানে ভূতের অস্তিত্ত্ব অনুভব করা যায়৷ অনেকে বলে ওই স্থানে কোনো অশরীরী শক্তি আসে ওই স্থানটিকে রক্ষা করার জন্য৷
১৭ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে