বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১১:৫০:৪৪

২০০০ পাউন্ড খসিয়ে বানানো সেই বিয়ের পোশাকটি বেচতে চান ব্রিটিশ যুবতী

২০০০ পাউন্ড খসিয়ে বানানো সেই বিয়ের পোশাকটি বেচতে চান ব্রিটিশ যুবতী

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ের দেড় বছরের মধ্যে স্ত্রীকে ছেড়ে চলে গেছেন স্বামী।  বিবাহবিচ্ছেদ হওয়ার পর বিয়ের পোশাকটি বিক্রির সিদ্ধান্ত নিলেন হতভাগ্য যুবতী।  বিশ্বাসঘাতকতার দুর্গন্ধ তাড়াতে পোশাকটি ধুয়েই বিক্রি করতে চান তিনি।

২০১৪ সালের অাগস্টে ধুমধাম করে বিয়ে হয়েছিল ব্রিটিশ যুবতী সামান্থা র‌্যাগের।  শখ করে ২০০০ পাউন্ড খসিয়ে ডিজাইনার আর্ট ডেকো ওয়েডিং ড্রেস তৈরি করিয়েছিলেন।  

কিন্তু দেড় বছরের মাথায় আবিষ্কার করলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন স্বামী।  তার অজান্তে ঘর বেঁধেছেন আরেকজনের সঙ্গে।

বিবাহবিচ্ছেদের মামলার নিষ্পত্তি হয়েছে কিছুদিন আগে।  দাম্পত্য শেষ হলেও রয়ে গেছে বেশকিছু সাক্ষ্য, যার অন্যতম ওই বিয়ের পোশাক।  জীবনের তিক্ত স্মৃতি উস্কে দেয়া সেই পোশাক এবার 'ই-বে' সাইটে বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছেন সামান্থা।

বিজ্ঞাপনে তিনি লিখেছেন, 'মাটি ছুঁয়ে যাওয়া আইভরি গাউনটি একটু ময়লা হয়ে রয়েছে।  তাই পরার আগে তা ড্রাই ক্লিন করলে বিশ্বাসঘাতকতার দুর্গন্ধ দূর হবে।  

সামান্থা ঠিক করেছেন, পোশাক বিক্রির অর্থে বিবাহবিচ্ছেদের মামলায় লড়া আইনজীবীর পারিশ্রমিক মেটাবেন।

এ পর্যন্ত মোট ১২ জন পোশাকটি সম্পর্কে সোশ্যাল মার্কেটিং সাইটে খোঁজ নিয়েছেন বলে জানা গেছে। তবে এখনো ৫০০ পাউন্ড খরচ করে কেউ তা কেনার সদিচ্ছা দেখাননি।  

তবে সবারই নজর কাড়ছে বিজ্ঞাপনে লেখা সামান্থার কথাগুলো।  স্বপ্নভঙ্গ সামান্থা লিখেছেন, 'যদি এমন কোনও পোশাক কিনতে চান যাতে তিক্ত স্মৃতি, চুরমার হয়ে যাওয়া স্বপ্ন আর আশা জড়িয়ে রয়েছে, তবে এ পোশাক আপনার জন্য।

আশা রাখি পোশাকটি আপনার জীবনে আরো বেশি আনন্দ নিয়ে আসবে, যা আমি পাইনি।  আর একান্তই তা না হলে ফের এখানেই পোশাকটি বেচে দিতে পারবেন।
১৮আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে