শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৫:৫৬:০৯

হাঁটতে হাঁটতে ‘প্রকৃতির ডাক’, তারপর কী হয়েছে শুনলে অবাক হবেন?

হাঁটতে হাঁটতে ‘প্রকৃতির ডাক’, তারপর কী হয়েছে শুনলে অবাক হবেন?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিবার অলিম্পিক আসে। ছবিটা আর বদলায় না। এবারের চিত্রনাট্যও একই। অন্যান্যবারের মতোই। পঞ্চাশ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় নামার আগে সবাই সম্ভাব্য অলিম্পিক্স চ্যাম্পিয়ন হিসেবে তাঁকেই ধরে নিয়েছিলেন।

ইভেন্ট শেষে দেখা গেল পদক জয়ের ধারেকাছেও তিনি পৌঁছতে পারেননি। শারীরিক সমস্যায় ইভেন্টের মাঝপথেই অজ্ঞান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ফ্রান্সের অ্যাথলিট ইয়োহান দিনিজ। অষ্টম হয়ে শেষ করেন। প্রতিবারের মতো এবারও তাই পদক জিততে পারলেন না ফরাসি এই প্রতিযোগী।

অথচ ফরাসি এই অ্যাথলিট ২০০৭-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে রুপো জিতেছিলেন। এটাই তাঁর সেরা পারফম্যান্স। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে তিন-তিনটি পদক জেতা হয়ে গেলেও অলিম্পিক পদক তাঁর কাছে অধরা মাধুরী।
 
এবারও সম্ভাব্য বিজয়ী হিসেবে পঞ্চাশ কিলোমিটারে নেমেছিলেন। একটা সময় এগিয়েওছিলেন বাকিদের থেকে। হঠাৎই তাঁর চোখমুখ বদলে যেতে থাকে। পেটে প্রবল ব্যথা অনুভব করতে থাকেন। কিছুক্ষণ বাদেই রাস্তায় পড়ে যান তিনি।

কানাডার প্রতিযোগী ইভান ডানফি এগিয়ে আসেন ফরাসি অ্যাথলিটের সাহায্যে। কোনওরকমে টেনে তোলেন দিনিজকে। তার পরে আবার হাঁটতে শুরু করে দেন ইভান। তিনিই তখন একনম্বরে।

বেচারা দিনিজ পেটের ব্যথায় ততক্ষণে মলত্যাগ করে ফেলেছেন পোশাকে। হতশ্রী অবস্থা তাঁর। অলিম্পিক ঐতিহ্য মেনে কোনওরকমে প্রতিযোগিতা শেষ করেন এই ফরাসি অ্যাথলিট। এবারও ভিকট্রি স্ট্যান্ডে ওঠা হল না তাঁর।

২০০৮-এর বেজিং অলিম্পিক স্টার্টিং লাইনে দাঁড়ানো অবস্থাতেই পেটে এবং পায়ে ব্যথা অনুভব করেন দিনিজ। চার বছর আগের লন্ডন অলিম্পিক ইভেন্ট চলাকালীন নিয়ম না-মেনে এমন জায়গা থেকে জলপান করেন, যার জন্য তাঁকে বাতিলের তালিকায় ফেলে দেওয়া হয়।

এবার অসুস্থ হয়ে তো ইভেন্টের মাঝপথে মলত্যাগ করে ফেললেন। ভাগ্যদেবী মনে হয় তাঁর প্রতি প্রসন্ন নন। তাই প্রতিবার খালি হাতেই অলিম্পিক থেকে ফিরতে হয় দিনিজকে।-এবেলা
২০ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে