শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৯:৫১:২৮

৭৪ কোটির শেয়ার বিক্রি জুকারবার্গের

৭৪ কোটির শেয়ার বিক্রি জুকারবার্গের

এক্সক্লুসিভ ডেস্ক : মেয়ের জন্য ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে চ্যারিটির কথা ঘোষণা করেছিলেন জুকারবার্গ দম্পতি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ফেসবুকের ৯.৫০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা) শেয়ার বিক্রি করলেন মার্ক জুকারবার্গ। চ্যান জুকারবার্গ ফাউন্ডেশনের পক্ষে এই শেয়ার বিক্রি করা হয়েছে। ট্যাক্স বাদ দিয়েও এই শেয়ার বিক্রি করে এসেছে ৮.৫ কোটি ডলার। ২০১৮ সাল থেকে প্রত্যেক বছর ১০০ কোটি ডলার দান করবেন তারা।

গত ডিসেম্বরে মেয়ে ম্যাক্সিমা চ্যান জুকারবার্গের জন্মের পর মার্ক জুকারবার্গ ও স্ত্রী প্রিসিলা চ্যান জানান, আগামিদিনে বিশ্ব জড়ে শিশুরা যাতে সমান অধিকার পায়, তার জন্য তারা ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করে দেবেন। এই উদ্যোগের নাম দেয়া হয় “Chan Zuckerberg Initiative”. সেইসঙ্গে তারা আরো জানান, একটি নতুন ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে যার মাধ্যমে শিক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নজর দেয়া হবে।

মেয়ের জন্মের পরেই ফেসবুকে পোস্ট করা একটি লেটারে জানানো হয় তারা ৯৯ শতাংশ শেয়ার চ্যারিটির জন্য দিয়ে দেবেন। তারা লেখেন, ‘আমরা জানি এটা সামান্য অবদান। বিশ্বের অনেক বড় বড় ব্যক্তি এই নিয়ে কাজ করছেন। কিন্তু অন্তত ততটুকু করতে চাই, যতটুকু আমরা পারি'।
১৯ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে