শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ১০:১৪:২৮

১০১ বছর বয়সে ১৭তম সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করলেন মা!

১০১ বছর বয়সে ১৭তম সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করলেন মা!

এক্সক্লুসিভ ডেস্ক : যে বয়সে পরপারে থাকার কথা সে বয়সে সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করলেন এক মা।  এ ঘটনায় তাজ্জব দুনিয়া।

১০১ বছর বয়সে মা হয়ে রেকর্ড করলেন ইতালির আনাতোলিয়া ভার্তাদেলা।  কিছুদিন আগেই তার কোল জুড়ে আসে পুত্র-সন্তান।  এটি বৃদ্ধার ১৭তম সন্তান।  এর আগেও ১৬টি সন্তান জন্ম দেন তিনি।

৪২ বছর বয়সে গোপনাঙ্গে ক্যান্সার ধরা পড়ায় আর সন্তান নিতে পারেননি আনাতোলিয়া।

এদিকে ওভারি ট্রান্সপ্লান্টের মাধ্যমে সন্তান লাভ করায় এই বৃদ্ধাকে নিয়ে বিতর্কে শুরু হয়েছে।  ইউরোপীয় আইন অনুযায়ী ওভারি ট্রান্সপ্লান্ট বেআইনি।
 
জানা গেছে, তুরস্কের এক বেসরকারি হাসপাতালে আনাতোলিয়া অস্ত্রোপচার করেন।  যেখানে ডিম্বাশয় প্রতিস্থাপন নিয়ে ইউরোপীয় আইন কার্যকর নয়।

ক্লিনিকের নাম প্রকাশ না করার শর্তে আনাতোলিয়া শুধু বলেন, যারা আমার অস্ত্রোপচার করেছেন সেই চিকিৎসকদের প্রতি আমি কৃতজ্ঞ।  এত দিন সৃষ্টিকর্তার কাছে নিজেকে অপ্রয়োজনীয় মনে হতো। মাঝে মাঝে ভাবতাম মাত্র ১৬টি সন্তানের জন্ম দেয়ার জন্য ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন।  কিন্তু ভগবানের কৃপায় আবারো আমি মা হতে পারলাম।  

তার চিকিৎসক বলেন, তুরস্কে এ অস্ত্রোপচার সম্পূর্ণ আইনি এবং বিশেষজ্ঞ চিকিৎসকরাই তা করেছেন। এ বয়সেও ওর স্বাস্থ্য বেশ ভালো।  আশা করছি- আরো বেশকিছু বছর উনি বাঁচবেন।

বিশ্বে সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার নজির এখন আনাতোলিয়ার।  এতদিন এ রেকর্ডের অধিকারী ছিলেন দক্ষিণ আফ্রিকার মালেগওয়ালে রামোকগোপা।  

১৯৩১ সালের ৬ অক্টোবর ৯২ বছর বয়সে তিনি ২৫ ও ২৬তম (যমজ) সন্তানের জন্ম দেন।
২০আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে