রবিবার, ২১ আগস্ট, ২০১৬, ১২:৫৭:৫৩

এই শহরের গল্প শুনলে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবে

এই শহরের গল্প শুনলে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবে

এক্সক্লুসিভ ডেস্ক: এক আজব কাণ্ড হচ্ছে বটে এই শহরে। প্রশাসন এসে এই ছোট্ট শহরের নাম সাঁটিয়ে যায়, আর শহরবাসীরা থেকে থেকে সেটি উপড়ে ফেলেন। এ রকমই রাস্তা বেয়ে হয়তো যেতে হয় এই গ্রামে।

বিরক্ত প্রশাসন শেষ পর্যন্ত একটা ব্যবস্থা করেছে। সাইনবোর্ডে জিপিএস বসিয়ে দিয়ে গিয়েছে। এবারে যে পোস্ট উপড়ে ফেলবে, তাকে হাতেনাতে ধরা হবে। কোমর বেঁধে প্রশাসন নেমেছে বটে, কিন্তু তাতে কতটা সুরাহা হবে, কেউ জানেন না।

নর্থ ক্যারোলিনার প্রশাসন এর আগে সাইনবোর্ড বাঁচানোর বহু চেষ্টা করেছে। কিন্তু কোনও ফিকিরই কাজে আসেনি। এমনকী পাহারা বসানো হয়েছিল। তাতেও কাজ হয়নি। পুলিশ জানিয়েছে, বড়জোর দু’মাস টিকছে সাইনবোর্ড। ছোট্ট শহরটির নাম কিছুতেই লাগিয়ে রাখা যাচ্ছে না। শেষ উপায় হিসেবে সাইনবোর্ডের নীচে পুলিশ ও প্রশাসন লাগিয়ে দিয়েছে জিপিএস সিস্টেম লাগিয়ে রাখার বিষয়টি।

কিন্তু প্রশ্ন হল, কেন ছোট্ট শহরটির বাসিন্দারা সাইনবোর্ড উপড়ে ফেলছেন? কেন তাঁরা পছন্দ করছেন না যে, প্রশাসন ঢাক-ঢোর পিটিয়ে তাঁদের গ্রামের নাম চতুর দিকে চড়িয়ে পড়ুক? কেন তাঁরা প্রতিবাদ করছেন শহরের নাম নিয়ে?-এবেলা

২১ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে