সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০১:৩১:৩৬

অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে এদের কাছে খুব ভালো লাগে

অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে এদের কাছে খুব ভালো লাগে

ইফফাত ই ফারিয়া রঙ: কিছু মানুষ আছেন কাজ করেন অন্যের জন্য। মানুষের জন্য কিছু
একটা করতে পারলেই তৃপ্ত হন। এমন কিছু তারুণীকে নিয়েই লেখা

ইফরীত জাহিন কুঞ্জ

জাস্টিস ফর ওম্যান

পড়ছেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিক্যাল  কলেজে। ইচ্ছার বিরুদ্ধে মেডিক্যালে ভর্তি হয়ে ঢাকা ছেড়ে চলে আসতে হয় ময়মনসিংহে। সেখানে এসে শুরু হলো আরেক যুদ্ধ।  মানসিক ও শারীরিকভাবে ভেঙে যান প্রচণ্ডভাবে। নিজের ভিতর বেঁচে থাকার প্রচণ্ড অনিচ্ছা কাজ করত। ধীরে ধীরে শুরু করলেন সোশ্যাল মিডিয়াতে মানুষজনকে আইনি সহায়তা দেয়া। কয়েকজন পুলিশ অফিসার ও উকিল বন্ধুর সাহায্য নিয়ে ঢাকায় প্রতিষ্ঠা করলেন জাস্টিস ফর ওম্যান, বাংলাদেশ। একটা পর্যায়ে যুক্ত হলেন ময়মনসিংহস্থ ছোট্ট একটা ফাউন্ডেশন হেল্প এইডের সাথে। তার সাথে যুক্ত হয়েই পরবর্তীতে রেজিস্ট্রি সম্পন্ন করেন। ৪০০ এর বেশি কেস সলভ করেছেন এ পর্যন্ত। ভবিষ্যতে ইচ্ছা রয়েছে আরো করার। পাশাপাশি বন্যার্ত, দুস্থদের সাহায্য করার জন্য প্রায়শই কোনো না কোনোভাবে কাজ করে যাচ্ছেন।

 

তামান্না সেতু

বাতিঘর

বাতিঘর এ দেশের প্রথম এবং একমাত্র সাংস্কৃতিক বিদ্যালয়। এখানে শিল্পী তৈরি হয় না। বাংলা সংস্কৃতির প্রতিটি ধারার সাথে শিশুকে পরিচয় করিয়ে দেয়া হয়। এতে করে একই সাথে শিশু বাংলা মাকে চিনতে পারে আর ওর পছন্দকেও। মানে ও গান ভালোবাসে নাকি নাচ এ সব।  চাপিয়ে দেয়ার বিষয়টি থাকে না। প্রধান নির্বাহী পরিচালক পাললিক সৌরভ প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে আছেন তিনি। আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ২০১৬ পান ‘লেখালেখিতে অসাধারণ সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনায়’। বিজিএমইএ থেকে হিউম্যান রিসোর্সে এমবিএ করেছেন তিনি।

 

আতিশা রাহবার

প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ

পথশিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান, বীরাঙ্গনা মায়েদের জন্য প্রতিবছর ঈদ আয়োজন, প্রতিবছর উত্তরাঞ্চলে শীতবস্ত্র প্রদান, এ বছর বন্যায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ফেসবুকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। ভবিষ্যত্ পরিকল্পনা রয়েছে নারী ও শিশু নির্যাতনের উপর কঠিন আইনের জন্য লড়াই করতে চান। যার সুবাদে আইন নিয়ে পড়াশুনা করেছেন এবং পথশিশুদের বসবাসের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করা ইচ্ছে তার।

 

আফসানা নাজনীন প্রিয়া

ডোনেট ব্লাড বিডি কল সেন্টার

সারাদেশে ফ্রি এবং ভলান্টারী ব্লাড ডোনেশন মুভমেন্ট। যে কোনো সময়ে যে কোনো গ্রুপের রক্ত জরুরিভিত্তিতে জোগাড় করে দেবার ব্যবস্থা করতে সারাদেশে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে।  ভবিষ্যত্ পরিকল্পনা, একজন মুমূূর্ষু রোগীও যেনো  এ দেশে রক্তের অভাবে মারা না যায়, সেই লক্ষে কাজ করা।-ইত্তেফাক
২২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/জাহিদ/জেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে