সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৫:৪০:৪৪

বছর শেষ হলেই যাত্রী নিয়ে উড়াল দেবে চালকবিহীন ট্যাক্সি!

বছর শেষ হলেই যাত্রী নিয়ে উড়াল দেবে চালকবিহীন ট্যাক্সি!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যারোনটিক্স কোম্পানিটি হলো এয়ারবাস।  আমেরিকার এ প্রতিষ্ঠানটি চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি বানানোর চিন্তা করছে।

এ পরিকল্পনায় ব্যবহৃত হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।  বছর শেষ হলেই যাত্রী নিয়ে উড়াল দেবে চালকবিহীন ট্যাক্সি!

কোম্পানিটি ঘোষণা দেয় যে, ২০১৭ সালের প্রথম দিকেই এ ট্যাক্সি আকাশ উড়বে।  তবে এ প্রযুক্তি যে একেবারে নতুন তা নয়।  

এক প্রতিবেদনে বলা হয়, যেসব যাত্রী স্বচালিত স্বয়ংক্রিয় ট্যাক্সিতে উঠতে চাইবে তাদের হেনহপ সিটি এয়ারবাসে একটি সিট বুকিং দিতে হবে।

তাদের যেতে হবে জেনহাব হেলিপ্যাডে।  সেখান থেকে উড়াল দেবে উড়ন্ত ট্যাক্সি।  পৌঁছে দেবে গন্তব্যে।  

অন্য ট্যাক্সিতে যে খরচ পড়বে সে খরচেই ভ্রমণ করা যাবে।  তবে শর্ত একটাই- সঙ্গে করে কোনো লাগেজ নেয়া যাবে না।

এটি অন্যভাবে পৌঁছে দেয়া হবে যাত্রীর গন্তব্যে। এ কাজের জন্য রয়েছে জেনলাগেস সেবা।  হ্যাকারদের থেকে গোটা ব্যবস্থায় নিরাপত্তা দেবে জেনসাইবার।

এখন পর্যন্ত এয়ারবাস তাদের ইলেকট্রিক এয়ারক্রাফ্টের ডিজাইনের কথা গোপনেই রেখেছে। এ ট্যাক্সি অনেকটা ড্রোনের মতোই হবে।

বিগত দু'বছর ধরে একে নিয়ে কাজ করছেন তারা। হয়তো আগামী বছরেই উড়ন্ত ট্যাক্সি উড়তে দেখা যাবে আকাশে।  সূত্র : টিএনডব্লিউ
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে