সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১১:৪৯:৪৩

৯৩ বছর বয়সে ৪০০০ কিলোমিটার দৌড়!

৯৩ বছর বয়সে ৪০০০ কিলোমিটার দৌড়!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স  ৯৩, কিন্তু দৌড়ালেন  ৪০০০ কিলোমিটার! বিশ্বাস না হলেও ঘটনা সত্যি।
অবশ্য এ বয়সে এমন দৌড় ক’জনাই বা দিতে পারে।

এবিপির এক প্রতিবেদনে এমনটাই জানা গেল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ৪,০০০ কিলোমিটারেরও বেশি পথ দৌড়ে অনন্য নজির গড়লেন ইনি।

তার নাম আর্নি অ্যান্ড্রাস।  তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন।  এই দৌড় শেষ করতে তিনি ২ বছর ১০ মাস সময় নিয়েছেন।

২০১৩ সালের ৭ অক্টোবর থেকে দৌড় শুরু করেছিলেন আর্নি।  তিনি প্রতি সপ্তাহে একটি করে হাফ ম্যারাথন বা পূর্নাঙ্গ ম্যারাথনে দৌড়েছেন। এভাবেই দৌড় শেষ করেছেন।

শুক্রবার ৯৩ বছর পূরণ করেছেন তিনি।  এরপর দৌড় শেষ হয়েছে তার।

আর্নির দৌড়ের শেষ পর্যায়ে তার পরিবারের লোকজন এবং বন্ধুরা ছাড়াও কয়েকশ’ মানুষ তাকে উৎসাহ দিতে হাজির ছিলেন।  

তার সঙ্গে যারা দৌড়চ্ছিলেন তারা বলেছেন, মার্কিন নৌবাহিনীর সাবেক এই চিকিৎসকের সঙ্গে এখনো তারা পাল্লা দিতে পারছেন না।
২২ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে