এক্সক্লুসিভ ডেস্ক : 'আমার নাম নিকি ওব্রায়েন। বয়স ২৪। নার্সের চাকরি করি। আমি খুব আর্থিক সঙ্কটে আছি। দয়া করে আমায় অর্থ সাহায্য করুন। অর্থ সাহায্যের বিনিময়ে আমি আমার এমন সব ছবি পাঠাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক মহিলার ছবি তো দেখেছেন, কিন্তু আমার ছবি দেখে আপনি অনেক তৃপ্তি পাবেন।'
এমনভাবেই এক ডেটিং ওয়েবসাইটে এই পোস্ট করেছিলেন এক মহিলা। আসলে ওটা ছিল একটা বড় ফাঁদ। কিন্তু শেষরক্ষা আর হলো না তার। ব্যাংকে মোটা ডলার এলেও শেষ অবধি গারদের অন্ধ কুঠুরিতে ঢুকতে হলো এই প্রতারক মহিলাকে।
আসলে ওই মহিলার নাম জেন ডিন্স। বয়স ৪৮। আর্থিক অবস্থা মোটেও খারাপ নয়। ২৪-এর ললনা সেজে ৩৪ হাজার পাউন্ড রোজগার করে ফেলেছিলেন। অনেকেই ডিন্সের ফাঁদে পা দিয়ে মোটা অঙ্কের ডলারও পাঠিয়েছিলেন। আর এই অপরাধে এখন তাকে দু বছর জেল খাটতে হবে।-জিনিউজ
২৩ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই