বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ০৪:৫৮:০৫

জুকারবার্গকে এই মন্দিরে আসার পরামর্শ দিয়েছিলেন স্টিভ জোবস, তার পর...

জুকারবার্গকে এই মন্দিরে আসার পরামর্শ দিয়েছিলেন স্টিভ জোবস, তার পর...

এক্সক্লুসিভ ডেস্ক: কেবল জোবস আর জুকেরবার্গ নন, এই মন্দিরে এসে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছিলেন সেই সময়ের হলিউড-হার্টথ্রাব জুলিয়া রবার্টস-ও।

স্টিভ জোবস নামের এক তরুণ কীসের যেন সন্ধানে ভারত ভ্রমণে এসে পৌঁছন নৈনিতালের এক আশ্রমে। কাঞ্চীধাম নামের সেই আশ্রমে তিনি সান্নিধ্য লাভ করেন নিম করোলি বাবা নামের এক সন্ন্যাসীর।

স্থানীয় মানুষের বিশ্বাস, তিনি শ্রী হনুমানের অবতার। তাঁর সান্নিধ্যেই জোবস এমন কিছু উপলব্ধির মধ্যে প্রবেশ করেন, যেখান থেকে ‘অ্যাপল’-এর প্রেরণা জেগে ওঠে।

নিম করোলি বাবার প্রেরণা তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে, জোবস সারা জীবনেও ভোলেননি। অনেক পরে আর এক উদীয়মান উদ্যোগী মার্ক জুকেরবার্গকে অনুপ্রেরণা প্রসঙ্গে এই মন্দিরের কথা জানান জোবস।

নিম করোলি বাবা তখন লোকান্তরিত। কিন্তু জোবস জুকেরবাগকে জানান, এই আশ্রমে এমন কিছু রয়েছে, যা মানুষকে বৃহতের সন্ধান দেয়। জুকেরবার্গের ব্যাবসা তখন ঢিমে তেতালায়। বেশ হতাশ তিনি ফেসবুক নিয়ে।

তিনি এই আশ্রমে আসেন এবং নতুন প্রেরণা লাভ করেন। পরবর্তী কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি বিস্তারিত জানান জুকেরবার্গ।

কাঞ্চীধাম মন্দিরের অধিষ্ঠাতা দেবতা শ্রীহনুমান। ১৯৬২ সালে এই মন্দিরের জায়গাটিতে একটি চবুতরা নির্মাণ করান নিম করোলি বাবা। পরে এখানে মন্দিরটি গড়ে তোলা হয়। কুমায়ুন পর্বতমালার নিরালা জনপদ কাঞ্চী আজ এই আশ্রমের কারণেই জনপ্রিয় পর্যটনক্ষেত্র।-এবেলা

২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে