বুধবার, ২৪ আগস্ট, ২০১৬, ১০:০২:২০

ভূমিকম্পে আর প্রাণহানি নয়, আগাম সতর্কবার্তা পেয়ে বাঁচবে প্রাণ

 ভূমিকম্পে আর প্রাণহানি নয়, আগাম সতর্কবার্তা পেয়ে বাঁচবে প্রাণ

এক্সক্লুসিভ ডেস্ক : ভূমিকম্পে আর প্রাণহানি নয়, বরং আগাম সতর্কবার্তা পেয়ে বাঁচবে প্রাণ।  এমনই অত্যাধুনিক এক যন্ত্র আবিষ্কার করেছে জার্মানি।

প্রস্তুতকারী সংস্থার দাবি, এ যন্ত্র আগে থেকেই কম্পনের সঙ্কেত দিতে পারবে।  এ কম্পনের আঁচ পাওয়া মাত্র আগেভাগেই নিরাপদ জায়গায় মানুষ সরে যেতে পারবে।  তবে এ মেশিন বসাতে হবে বাড়িতে।

ইলেকট্রনিক্স জিএমবিএইচ নামে কোম্পানির এমডি জুরগেন প্রিজবায়লাক জানিয়েছেন, আগাম ভূকম্পন সতর্কতা ও নিরাপত্তা সিস্টেম বসাতে হবে বাড়ির ভেতরে।  

সেটি কম্পনের প্রাথমিক তরঙ্গ চিহ্নিত করে সতর্ক করে দেবে।  ভূমিকম্পের সময় পি অর্থাৎ প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হয় খুব মৃদু গতিতে।  

এরপরই আসে সেকেন্ডারি তরঙ্গ।  তিনি এও বলেছেন, বর্তমানে যে প্রযুক্তি আছে তা কোনো ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গকে চিহ্নিত করতে পারে।

কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণ ও সম্পত্তি রক্ষা করতে নেমে পড়া যাবে।  প্রিজবায়লাকের দাবি, তাদের যন্ত্রটি দ্বিতীয় কম্পনতরঙ্গ বাড়িঘর কাঁপিয়ে দেয়ার ৭০ সেকেন্ড আগেই সতর্কবার্তা দেবে।

ফলে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসার জন্য বেশি সময় পাবেন।  হরিয়ানা সরকারের কাছ থেকে সংস্থাটি যন্ত্র সরবরাহের অনুমতি পেয়েছে।
২৪ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে