বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০১:৪৩:২৪

আতঙ্কের বিভীষিকা তাড়া করে বেড়ায় এই বাড়িতে

আতঙ্কের বিভীষিকা তাড়া করে বেড়ায় এই বাড়িতে

এক্সক্লুসিভ ডেস্ক: গ্রেটার কৈলাসে অ্যামিটিভিলের ছায়া৷ একরাশ রহস্য আর আতঙ্ক ভূতুড়ে বাড়িতে পরিণত করেছে হাউস নম্বর ডব্লিউ থ্রি-কে৷ দিল্লির গ্রেটার নয়ডায় অবস্থিত এই বিশাল বাড়িটি ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী৷

শুনলে গা শিউরে উঠবে৷ হাউস নম্বর ডব্লিউ থ্রি বেশ কয়েক বছর ধরে খালিই পড়ে আছে৷ অথচ কোনও পথচারী বা ঘর ছাড়া মানুষ এখানে রাত কাটানোর সাহস করেন না৷ আতঙ্কের বিভীষিকা তাড়া করে বেড়ায় এই বাড়ির আনাচে-কানাচে৷

কী এমন ঘটনা ঘটেছিল এই বাড়িতে? তা জানতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে৷ এই বাড়িতে তখন এক দম্পতি বাস করতেন৷ বেশ কিছু দিন ধরে তাঁদের দেখা পাওয়া যাচ্ছিল না৷ তাঁদের নিরুদ্দেশ হওয়ার অনেক দিন পর এক তদন্তকারী দল এসে বাড়ির ছাদের জলের ট্যাঙ্ক থেকে সেই দম্পতির পচা-গলা দেহ উদ্ধার করে৷ তদন্তকারীরা মৃতদের আত্মীয় পরিজনদের খবর দেওয়ার চেষ্টা করেন৷

কিন্তু কোনও আত্মীয়ের সন্ধান পাওয়া যায়নি৷ তা সত্ত্বেও হাল ছাড়েনি তদন্তকারী দল৷ খবরের কাগজে এই সংবাদটি ছাপিয়ে আত্মীয়ের খোঁজ করা হয়৷ ব্যস, একটা আস্ত বাড়ি পাওয়ার লোভে অনেকেই নিজেদের মৃত দম্পতির আত্মীয় বলে দাবি তোলেন৷ কিন্তু উপযুক্ত প্রমাণ না দিতে পারায় সকলকেই ফিরে যেতে হয়েছিল৷

হাউস নম্বর ডব্লিউ থ্রি এখন দেশের ভূতুড়ে বাড়িগুলির মধ্যে একটি৷ আর এখানে আসতে সাহস করেন না কেউই৷ কারণ সেই ঘটনার পর থেকে নানা ধরনের অদ্ভূত ঘটনা ঘটে এখানে৷ স্থানীয়রা জানিয়েছেন, বাড়ি থেকে অস্বাভাবিক কিছু শব্দ ভেসে আসে৷ এমনকী কখনও কখনও তা এতটাই ভয়ঙ্কর হয় যে অনেকেই ভয়ে চিৎকার করে ওঠেন৷ শুধু তাই নয়৷ পথচলতি অনেকে বাড়ির আশে-পাশে অদ্ভূত ধরনের ছায়াও দেখেছেন৷ তাই পরিত্যক্ত এই বাড়ির ধারে কাছেও আজ আর কেউ যান না৷ নিজেকে ভালবাসলে আপনিও যাবেন না৷-এবেলা

২৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে