বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০৫:১৫:২২

বিশ্বের প্রথম চালকবিহীন ট্যাক্সি চলবে এবার রাজপথে!

বিশ্বের প্রথম চালকবিহীন ট্যাক্সি চলবে এবার রাজপথে!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্যাক্সি বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু করবে সিঙ্গাপুরে৷ যাত্রীরা তাদের স্মার্ট ফোনের সাহায্যে এই স্বয়ংক্রিয় ট্যাক্সির সুবিধা ভোগ করতে পারবেন৷ যাত্রীদের তাদের স্মার্ট ফোন থেকে এই ট্যাক্সিটি বুক করতে হবে৷ আজ, বৃহস্পতিবার সিঙ্গাপুরে যারা তাদের স্মার্ট ফোন থেকে এই ট্যাক্সিটি বুক করবেন তারা ফ্রি রাইড পাবেন৷ যদিও গুগল ও ভলভোর মতো কোম্পানি কিছু-বছর ধরেই এই ধরনের স্বয়ংক্রিয় গাড়ি চালু করার কথা ভাবচ্ছিল এবং এর পরীক্ষাও চালাচ্ছিল৷ ‘নুতোনমি’ প্রথম এটি বাজারে জনসাধারণের উদ্দেশ্যে নিয়ে এল৷

এই সার্ভিসটি চালু হচ্ছে ছ’টি গাড়ি নিয়ে৷ তবে এই বছরের শেষে আরো গাড়ি বাড়ানো হবে বলেও জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্যাক্সি সফটওয়্যার কোম্পানী৷ ‘নুতনমি’-র এই ধরনের উদ্যোগের পেছনে মূল কারণ হলো সিঙ্গাপুরের ঘন-জনবসতিপূর্ণ রাস্তা থেকে ভিড় কমানো৷ নুতোনমির জানিয়েছেন, এই ধরনের ট্যাক্সি বিশ্বের সব শহর থেকে চালু করার কথা চলছে৷

সিঙ্গাপুর থেকে এই ট্যাক্সিটি আড়াই মাইল পথই শুধু যাবে কিছু নির্দিষ্ট পথই রোজ অতিক্রান্ত করবে বলে জানিয়েছেন ‘নুতোনমি’৷ ‘নুতোনমি’র পক্ষ থেকে সকল যাত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই স্বয়ংক্রিয় ট্যাক্সিটির সুবিধা নেয়ার জন্য৷ ট্যাক্সি কোম্পানী জানিয়েছে,ট্যাক্সিটি লঞ্চে সাইন করেছে প্রায় ১২ জন, এই সংখ্যাটা হাজার হবে বলে অনুমান করছে কোম্পানী৷

এই ট্যাক্সিগুলির প্রত্যেকটিতে ছ’সেটের লাইডার থাকবে, এবং একটি ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হবে যেটি চালকের মতো ট্যাক্সিটিকে নিয়ন্ত্রণ করবে৷ ট্যাক্সির ড্যাসবোর্ডে দুটি ক্যামেরা রাখা হবে যেটা রাস্তার ট্রাফিক লাইট নিয়ন্ত্রণ করবে৷

‘নুতোনমি’র কোম্পানীর চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল লাগনিম্মা বলেছেন, এই ধরনের গাড়ি চলাচলের উপযুক্ত জায়গা সিঙ্গাপুর৷ কারণ এখানে আবহাওয়াও খুব ভালো এবং তারসঙ্গে ভালো এখানকার পরিকাঠামোও৷ অটো সাপ্লায়ার ডেলপি ক্রপ যিনি নিজে এই ধরনের স্বয়ংচালিত গাড়ির সঙ্গে যুক্ত, তিনি বলেছেন, তিনি দ্বীপে এই ধরনের স্বয়ং চালিত গাড়ি চালানোর পরীক্ষা চালাচ্ছেন, চেষ্টা করছেন যাতে সামনের বছর চালু করতে পারেন৷-কলকাতা
২৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে