বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০৭:২৪:১৮

মায়ের দুধে সাপের বিষ, শিশুর মৃত্যু!

মায়ের দুধে সাপের বিষ, শিশুর মৃত্যু!

এক্সক্লুসিভ ডেস্ক : মায়ের দুধ খেয়ে মৃত্যু হলো এক শিশুর। ওই শিশুর বাবা, মায়েরও মৃত্যু হয়েছে। চিকিৎসকদের বক্তব্য, সাপের বিষে মৃত্যু একই পরিবারের ৩ সদস্যের। ভারতের বর্ধমানের খণ্ডঘোষের অমরপুর গ্রামে ক’দিন আগেই সাপের কামড় খান এক দম্পতি।

এর পরে স্বাস্থ্যকেন্দ্রের বদলে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওই দম্পতিকে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পেশায় চাষি রাজু খাড়াত প্রতিবেশীদের জানান, তাদের সাপে কামড়েছে। দেখা যায় রাজু এবং তার স্ত্রীর ঘাড়ের কাছে সাপের ছোবলের দাগ রয়েছে। তাদের পাশেই শুয়েছিল ৪ বছরের শিশু কন্যা মনীষা। যদিও তার শরীরে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গ্রামবাসীরা তাদের বিছানা থেকে একটি চিতি সাপ উদ্ধার করে।

এর পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে স্বাস্থ্য কেন্দ্রে না নিয়ে গিয়ে পাশেই ইন্দাস গ্রামে এক ওঝার কাছে নিয়ে যায়। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে ওঝার ঝাড়ফুঁক। ভোরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তিন জন নিস্তেজ হয়ে পড়েন। তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

সাপের কামড় না খেলেও শিশুটির মৃত্যু কেন হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে গ্রামবাসীদের মধ্যে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, মায়ের দুধ খাওয়াতেই শিশুটির শরীরে বিষক্রিয়া হয়। আর তার কারণেই মৃত্যু হয়েছে। ওঝার কাছে না নিয়ে গিয়ে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাদের হয়তো বাঁচানো যেত বলে জানিয়েছেন চিকিৎসকরা।-এবেলা
২৫ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে