শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৩:০৩:৩১

৬০ লক্ষ টাকায় বিক্রি হলো কবুতর

৬০ লক্ষ টাকায় বিক্রি হলো কবুতর

এক্সক্লুসিভ ডেস্ক : দেখা মাত্রই চমকে উঠেছেন নিশ্চিয়ই, একটি কবুতরের দাম ৬০ লাখ টাকা! ভাবছেন, একটি কবুতরের এত দাম হয় কিভাবে? এই দামে বিক্রি হয়েছে এই কবুতরকটি।

কুয়েতে একটি কবুতর বিক্রি হয়েছে প্রায় দুই লাখ ৮১ হাজার দিরহামে। বাংলাদেশী টাকায় ৫৯ লাখ ৮০ হাজার। এর নাম দেয়া হয় গোলাবি। তবে সে যেন তেন নয়। তার বিশেষ গুণ আছে। সে চমৎকার অ্যাক্রোব্যাটিক পারফর্ম করে।

তাই ডাক-ঢোল পিটিয়ে তাকে বিক্রি করা হয়েছে। নিলামে উঠানোর পরেই একের পর এক হাক ছেড়েছেন ক্রেতারা। সেই নিলামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

অনেকে এ ঘটনার কড়া সমালোচনাও করেছেন। একজন বলেছেন, একটি কবুতরের দাম এত কিভাবে হয়? যদি এই কবুতরের স্বর্ণের পাখা হত, তাহলেও না হয় মানতাম। কিন্তু সালফ নিউজ দাবি করছে এটিই হয়েছে বাস্তবে।
২৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে