শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ০৩:০৬:১৬

উদ্ধার হয় হারিয়ে যাওয়া মেমরি কার্ডের নথি

উদ্ধার হয় হারিয়ে যাওয়া মেমরি কার্ডের নথি

এক্সক্লুসিভ ডেস্ক: মুহূর্তের অসাবধানতায় হারিয়ে গেল নানা সুখস্মৃতি!‌ কিংবা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভুল করে ফরম্যাট করে ফেলেছেন মেমরি কার্ড?‌ পরিণামে অতি গুরুত্বপূর্ণ নথি মোবাইল থেকে বেপাত্তা।‌  ঘাবড়াবেন না, শান্ত হয়ে ধাপে ধাপে এগিয়ে চলুন, উদ্ধার হবে আপনার নথি। ফিরে পাবেন সুন্দর মুহূর্ত।

 ❏ ‌যখনই বুঝবেন মেমরি কার্ড থেকে নথি হারিয়ে গেছে তখনই মোবাইল খুলে ফেলে কার্ড বার করে নিন। কখনই সেই কার্ডে নতুন কিছু সেভ করার চেষ্টা করবেন না।

 ❏ আপনার কম্পিউটারে কোনো ‘‌অ্যান্ড্রয়েড ডেটা রিকভারি প্রোগ্রাম’‌ ইনস্টল করে নিন।

 ❏ মেমরি কার্ডটিকে কোনো কার্ডরিডারে রেখে কম্পিউটারের সঙ্গে জুড়ে দিন।

 ❏ প্রোগাম অন করে কী ধরণের ফাইল উদ্ধার করতে চাইছেন তা সিলেক্ট করুন।

 ❏ কার্ডটি সম্পূর্ণ স্ক্যান হয়ে যাওয়ার পর ‘‌রিকভার’‌ করুন।

 তবে এত হ্যাপা এড়াতে চাইলে অ্যান্ড্রয়েড ফোনে মাঝে মাঝে সব তথ্য ‘‌ব্যাক আপ’ ‌ফাইলে রাখার অভ্যাস করুন।-‌আজকাল‌

২৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে