শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ০৫:২২:২০

ভোররাতে হঠাৎ বিশ্বজুড়ে ১৭ মিনিট বন্ধ ফেসবুক!

ভোররাতে হঠাৎ বিশ্বজুড়ে ১৭ মিনিট বন্ধ ফেসবুক!

সিদ্ধার্থ সিধু : হঠাৎ বিশ্বজুড়ে থমকে গেল ফেসবুক। শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে মেলেনি ফেসবুক পরিষেবা। হোম পেজে লগ ইন করলেই দেখা যাচ্ছে সাদা পেজ। “নিচে লেখা, আমরা যত দ্রুত সম্ভব ফেরৎ আসার চেষ্টা করছি।”

টানা ১৭ মিনিট স্তব্ধ থাকার পর অবশ্য ফের স্বমহিমায় ফিরে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। তবে কি কারণে হঠাৎ ১৭ মিনিট বন্ধ ছিল তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন কোন পরিষেবা যোগ করতেই নিজেদের সাইটে কাজ করছিল সংস্থাটি।

এই ১৭ মিনিট বিশ্বজুড়ে ডেস্কটপ, মোবাইল, অ্যান্ড্রয়েড ও আইফোনে ‘নিউজ ফিড’ অ্যাকসেস করা যায়নি। বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম সাইটটি ১৭ মিনিট বন্ধ থাকায় অনেক ইউজারই ট্যুইটারকে বেছে নিয়েছিলেন নিজেদের উদ্বেগ প্রকাশ করার জন্য।

কোনও রকম আগাম সতর্কতা ছাড়াই এভাবে বন্ধ হয়ে যাওয়ায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির বিরুদ্ধে বিষোদগারও করেছেন অনেকে। তবে সবকিছু কাটিয়ে আপাতত ফের স্বমহিমায় ফিরেছে ফেসবুক। এখন ফেসবুক পুরো সচল রয়েছে।
২৭ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে