এক্সক্লুসিভ ডেস্ক : ভারতীয় উপমহাদেশে বহু যুগ ধরেই ঘরবাড়ি দক্ষিণমুখী করার কথা প্রচলিত রয়েছে। মানে সদর দরজাটা যেন দক্ষিণমুখী হয়।
এর প্রধান কারণ হল ভারতের দেশের উত্তর দিকে বিস্তৃত রয়েছে পর্বত শ্রেণী অন্যদিকে দক্ষিণ দিক জুড়ে সাগর। এরফলে দক্ষিণমুখী ধরে গরমকালে মনোরম দক্ষিণী বাতাসের স্বাদ পাওয়া যায়। ওই বাতাস অবশ্যই গ্রীষ্মের দিনে মনোরম পরিবেশ গড়ে স্বস্তি দেয়।
আবার শীতকাল জুড়ে স্বস্তি দিতে রোদ পাওয়া যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। ফলে গোটা বছরজুড়েই রয়েছে দক্ষিণের জানলায় সুবিধে মেলে। এই শর্ত মাথায় রেখেই দক্ষিণমুখী বাড়ি অর্থাৎ ঘরের দক্ষিণ দিকটা যেন খোলা রাখা যায় সেটাই সকলে চেয়ে থাকেন।
২৭ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম