রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ১০:০৭:৪১

যে পাখির ডানা নেই

যে পাখির ডানা নেই

এক্সক্লুসিভ ডেস্ক : এবার ডানাহীন পাখির সন্ধান পেল বিজ্ঞানীরা। প্রায় ১৫০ বছরের গবেষণা শেষে তারা এই আশ্চর্য এ তথ্যটি জানিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, ৬ কোটি বছর আগে এমন এক পাখি পৃথিবীতে ছিল, যে উড়তে পারত, সেই পাখির জাত থেকেই জন্ম ডানাহীন পাখির।
 
বিজ্ঞানীরা জানিয়েছেন, একসময় উড়তে পারা পাখির সব গুণাবলী এ পাখির মধ্যে থাকলেও বিবর্তিত হতে হতে সেই পাখি এখন স্তন্যপায়ী প্রাণীতে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞানীরা আরও বলছেন, কিউই এবং এলিফ্যান্ট বার্ডের সমন্বয়ে এ ডানাহীন পাখি। ১৯৯০ সালের এক গবেষণায় এ পাখিকে কিউই প্রজাতির ‘আত্মীয়’ বলে আখ্যা দেয়া হয়েছিল।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে