শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৯:৪৯:৪৯

আরও ২.৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হবে পৃথিবী

আরও ২.৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হবে পৃথিবী

এক্সক্লুসিভ ডেস্ক : আগামী ৮৫ বছরের মধ্যেই ভূ-পৃষ্ঠের উষ্ণতা বাড়বে প্রায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস। নিরন্তর গ্রিন হাউস গ্যাস নির্গমন না ঠেকাতে পারলে দুনিয়া হয়ে উঠবে আরও উষ্ণ। ২১০০ সালের মধ্যে স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়বে পৃথিবীর।

চলতি বছর রাষ্ট্রসংঘের লক্ষ্য ছিল দুনিয়ার উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না বাড়ে সেদিকে নজর রাখা। কিন্তু সেই লক্ষ্যমাত্রা তো পূরণ হয়নি, উলটে উষ্ণায়ণ সমস্যা ক্রমাগত ভয়াবহ আকার নিচ্ছে।

বৃহস্পতিবার ১৪০টি দেশ তাদের গ্যাস নির্গমনের হিসেব জমা দেয় রাষ্ট্রসংঘের কাছে। যাদের মধ্যে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশও রয়েছে।

আশার কথা, সামান্য হলেও এবছর মোট গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমান কমেছে। সূত্র: এএফপি
০২ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে