এক্সক্লুসিভ ডেস্ক : কল ড্রপের সমস্যার কারণে Reliance Communications আজ ঘোষণা করেছে, তারা গ্রাহকদের জন্য 4G app-to-app কলিংয়ের সুবিধা নিয়ে আসছে।
এ দারুণ অফারে ১ টাকায় ৩০০ মিনিট কথা বলতে পারবেন। এ অফার ভ্যালিড ৩০ দিনের জন্য। তবে সুবিধা পাবেন শুধুমাত্র দিল্লির গ্রাহকরাই।
রিলায়েন্স কমিউনিকেশনের এ অফারের নাম `Call Drops Se Chutkaara`।
এ প্রসঙ্গে রিলায়েন্স কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার, কনজিউমার বিজনেস, গুরদীপ সিং জানিয়েছেন, তারা চান দিল্লির মানুষ ডেটাতেও কথা বলুন।
Delhi-NCR-দের জন্য ভারতে এই প্রথম এ অফার নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে app-to-app কলিং করতে পারবেন তারা।
প্রতিদিন ১ টাকায় ১০ মিনিট করে কল করতে পারবেন।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম