এক্সক্লুসিভ ডেস্ক: শপিং মল হোক কিংবা বিয়ে বাড়ি৷ জেনারেশন ওয়াইয়ের সেলফি তোলার পাগলামি সর্বত্রই চোখে পড়বে৷ আর সেইসব ‘সেলফি-ফ্রিক’দের জন্য আর্কোস নিয়ে এল নতুন সেলফি এক্সপার্ট স্মার্টফোন৷ মঙ্গলবার প্রকাশ্যে এল আর্কোস 55 Diamond Selfie মডেলটি৷
ক্রেতারা দোকান বা ওয়েবসাইট থেকে এই হ্যান্ডসেটটি কিনতে পারবেন৷
এবার জেনে নেওয়া যাক, নতুন এই স্মার্টফোনে কী কী ফিচার রয়েছে৷
দাম? একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে৷ ভারতের বাজারে এর দাম ১৫,০০০ টাকা। একই নামের আরও একটি ফোন আনছে আর্কোস মোবাইল কোম্পানিটি৷ আরেকটি ফোন 55 Diamond Selfie-র থেকে লাইট ভার্সনের। সেটিতে রয়েছে 3GB ও 16GB ইনবিল্ড স্টোরেজ৷ সেই মডেলটির দাম ১৩ হাজার ৫০০ টাকা৷ চলতি বছর অক্টোবর থেকে বাজারে মিলবে ফোনটি।-সংবাদ প্রতিদিন
১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ