শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৫০:১৯

বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

এক্সক্লুসিভ ডেস্ক : যে স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার দরিদ্র দেশগুলোয় ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছিল সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক, পরীক্ষার সময়ই বিস্ফোরণে সেই স্যাটেলাইটটি ধ্বংস হয়ে গেছে।

শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তার আগেই, বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে পরীক্ষা চলার সময় উৎক্ষেপণ যন্ত্রের রকেটগুলোয় আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেপে ওঠে।

স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। এর ফলে প্রায় বিশ কোটি ডলার বা ষোলশ কোটি টাকার ক্ষতির মুখে পড়লো প্রতিষ্ঠানটি।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। ইসরায়েলি প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে যৌথভাবে অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করা হচ্ছিল।

ফেসবুক পরিকল্পনা করছিল, এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার সাব-সাহারার দরিদ্র দেশগুলোয় দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়া হবে।

তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। -বিবিসি
২ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে