শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৫৬:১৪

KFC- বক্সে খাবারের সঙ্গে থাকবে মোবাইল চার্জের ব্যবস্থাও!

KFC- বক্সে খাবারের সঙ্গে থাকবে মোবাইল চার্জের ব্যবস্থাও!

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন প্রজন্মের আড্ডার স্থান হলো কেএফসি, পিৎজা কর্নার কিংবা এমন ফাস্ট ফুড কর্নারগুলো। ঘন্টার পর ঘন্টা সেখানেই চলে খোঁশ গল্প। সঙ্গে চলে গ্রুফি পোস্ট। আর নজরদারি লাইক-কমেন্টে। যখন হুশ ফেরে কখন ফোনের ব্যাটারি প্রায় শেষ। অগত্যা সুইস অফ করতেই হয়। তবে এবার থেকে এই সমস্যা সমাধান হতে চলেছে। এবার আপনার খাবারের বক্সই চার্জ করবে আপনার অ্যানড্রোয়েড সেটটি। সৌজন্যে বিশ্বজোড়া ফাস্ট-ফুড চেন KFC।

সম্প্রতি মুম্বাইয়ের একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই পরিষেবা দিচ্ছে KFC। নাম ‘ওয়াট এ বক্স’। এই ফাস্ট ফুড বক্সটিতে আপনি যেমন পাবেন আপনার পছন্দের খাবারটি, সেই সঙ্গে এটিই চার্জ করে দেবে আপনার মোবাইলের ব্যাটারি। আর তাই নো টেনশন। প্রেমিক হোক বা প্রেমিকা, ঘুরতে বেরিয়ে একটা ছোটো ট্রিটের সঙ্গে চার্জ আউট হয়ে যাওয়া মোবাইলটিতেও সহজেই দেয়া যাবে চার্জ। এতে রয়েছে ৬ হাজার ১০০ mAh পাওয়ারের একটি ব্যাটারি। সেই সঙ্গে থাকছে দুটি USB পোর্ট। আর তা দিয়ে সহজেই চার্জ করা যাবে দুটি স্মার্টফোন।-কলকাতা
০২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে