এক্সক্লুসিভ ডেস্ক : কবর থেকে প্রেমিকার কান্নার আওয়াজ শুনে ব্যর্থ চেষ্টা চালান প্রেমিক! আতঙ্ক সৃষ্টিকারী ঘটনাটি ঘটেছে পশ্চিম হণ্ডুরাসের লা এন্ত্রাদাতে।
১৬ বছর বয়সী প্রেমিকা নেইসি পিরেজকে গর্ভের সন্তানসহ মৃত মনে করে কবর দেয়া হয়। এর পরদিন তার প্রেমিক তার কবরটি দেখতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পান।
কান্নার আওয়াজ শুনে এ খবর প্রেমিক গোরস্থানের এক প্রহরীকে জানান। এরপর কবরটি ভেঙে মেয়েটির কফিন খুলে দেখা যায়, সে আর বেঁচে নেই।
কারণ কান্না শোনার পর কয়েক ঘণ্টা সময় লেগে যায় কবর ভেঙে কফিনটি উদ্ধার করতে। এ ঘটনায় পুরো এন্ত্রাদা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোলাগুলির এক ঘটনার মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত মেয়েটিকে মৃত ভেবে কবর দেয়া হয়। ডাক্তাররা তার নাড়ি পরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেয়ার পরই তাকে কবর দেয়া হয়।
কিন্তু মেয়েটিকে কবর দেয়ার পরদিন তার কথিত প্রেমিক কবরটি পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে কবর থেকে প্রেমিকার কান্নার আওয়াজ শুনতে পান তিনি।
কবর থেকে কফিনটি উদ্ধার করে মেয়েটির লাশ বের করে পরিবারের লোকজনকে বাতাস করতে দেখা যায়। কিন্তু মেয়েটির আর জ্ঞান ফেরেনি।
কারণ কবর ভেঙে তাকে বের করতে অনেক দেরি হয়ে গেছে।
এ ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ডাক্তাররা বলছেন, মেয়েটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার পরই করব দিতে বলা হয়েছিল। মেয়েটির প্রেমিক যে কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন তা হয়তো দিবাস্বপ্ন ছিল।
তবে কফিনটির কাচ কেন ভাঙা ছিল সে ব্যাপারে ডাক্তাররা কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি মেয়েটির হাতের একটি আঙ্গুলও ভাঙা ছিল। - ডেইলি মিরর
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম