শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৭:৪১

স্ত্রীর সঙ্গে কীভাবে ব্যাটিং করতে হবে পুরুষদের পরামর্শ দিলেন সহবাগ

স্ত্রীর সঙ্গে কীভাবে ব্যাটিং করতে হবে পুরুষদের পরামর্শ দিলেন সহবাগ

এক্সক্লুসিভ ডেস্ক : স্ত্রী আরতি এবং দুই ছেলেকে নিয়ে সুখের সংসার সহবাগের।  বেশ আনন্দেই দিন কাটছে তার। এদিন সকালে টুইটারে নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সহবাগ।

টুইটারে সহবাগ দারুণ জনপ্রিয়।  অলিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্স নিয়ে কেউ ব্যঙ্গ করলেই তাকে নিজস্ব স্টাইলে জবাব দিয়েছেন বীরু।

এমনকি অমিতাভ বচ্চনও টুইটারে তার ভক্ত হয়ে গেছেন।  এবার বিবাহিত পুরুষদের অতুলনীয় পরামর্শ দিলেন সাবেক এই মারকুটে ব্যাটসম্যান, যা মেনে চললে সংসার সুখের হবে।  এমনটাই দাবি বীরুর।

এদিন সকালে টুইটারে নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সহবাগ। ছবির সঙ্গেই বিবাহিত পুরুষদের সেই মূল্যবান পরামর্শ দিয়েছেন বীরু।  তাও আবার ক্রিকেটীয় স্টাইলে।  স্বামীদের ক্রিকেটের নন-স্ট্রাইকিং ব্যাটসম্যানের সঙ্গে তুলনা করেছেন সহবাগ।

বীরুর কথায়, ক্রিকেট মাঠে নন-স্ট্রাইকিং ব্যাটসম্যান যেমন চুপচাপ দাঁড়িয়ে থাকেন, স্ত্রীর সামনেও পুরুষদের সেরকমটাই করা উচিত।

একমাত্র পার্টনারের ডাকে সাড়া দিয়ে নন-স্ট্রাইকার যেমন রান নিতে দৌড়ায়, ঠিক একইভাবে স্ত্রী কথা বললে তবেই স্বামীর উত্তর দেয়া উচিত বলে পরামর্শ দেন বীরু।

এখানেই থামেননি বীরু।  আরো একটি জরুরি কথা বলেছেন তিনি।  বীরুর দাবি, নন-স্ট্রাইকারের মতো খেললেও স্ত্রীরা যাতে রেগে না যান তা স্বামীদের খেয়াল রাখা উচিত।

তাহলে রান আউট হয়ে যেতে হবে! তবে নিজের স্ত্রীকে ‘বেস্ট পার্টনার’ বলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বীরু।
২ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে