শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১০:২৯

যে গ্রামের মেয়েরা আজও পুরুষের জুতা ধোয়া পানি খান!

যে গ্রামের মেয়েরা আজও পুরুষের জুতা ধোয়া পানি খান!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতে আচ্ছা দিনি আসছে! ভারত এগিয়ে চলেছে। বিজ্ঞান, প্রযুক্তিতে ভারত এগিয়ে চলেছে। কিন্তু কত কুসংস্কারের বন্ধন থেকে এখনও মুক্তি পায়নি দেশটি। তারই নিদর্শন এই গ্রাম।

দেশটির দক্ষিণ রাজস্থানের ছোট্ট একটা গ্রাম। নাম ভিলওয়ারা। এখানেই আছে বাংকায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতা মুখে করে পানি খাচ্ছেন মেয়েরা। এই মন্দিরে খুব সাধারণ দৃশ্য এটা। এখানে মেয়েরা আসেন অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। আর সেই মুক্তির জন্যই তারা এমন সব রীতি মানেন যা প্রত্যক্ষ করাও অত্যন্ত অপ্রীতিকর।

শুধু জুতা ধোয়া পানি খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতা মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়। এর পরে প্রায় ২০০টি সিঁড়ি ভেঙে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে। এর পরে জুতা ধুয়ে জল খাওয়ার পালা। সেখানেই শেষ নয়। এর পরে ফের জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা। সব কিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায়।

৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে