শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১০:০৪

ব্রাজিলকে হারিয়ে গিনেজ বুকে জায়গা পেল যে গ্রাম

ব্রাজিলকে হারিয়ে গিনেজ বুকে জায়গা পেল যে গ্রাম

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিযোগিতা ছিল ভারত বনাম ব্রাজিলের। আর ভারতের হয়ে লড়াই করেছিল উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য অাসাম। সেই অাসামেরই এক ছোট্ট গ্রাম পেল গিনেজ বুক অফ রেকর্ডসের স্বীকৃতি। বিশ্বের সবথেকে বড় নদী-দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে অাসামের মাজুলি গ্রাম। এতদিন এই স্বীকৃতি ছিল ব্রাজিলের মারাজো নদী-দ্বীপের দখলে।

ব্রহ্মপুত্র নদের উপরে মাজুলি দ্বীপ প্রায় ৮৮০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। তবে আগে এই এলাকা আরও বড় ছিল। প্রতিবছর বন্যায় মাজুলির অনেক জমি ব্রহ্মপুত্রের পানিতে বিলিন হয়ে যায়। এই নদী-দ্বীপে বাস করে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ।-এবেলা
৩ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে