শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪৯:২৮

বানর বিড়ালের এ কেমন ভালবাসা?

বানর বিড়ালের এ কেমন ভালবাসা?

এক্সক্লুসিভ ডেস্ক : এই হচ্ছে ফিওদর, একটি বিশেষ প্রজাতির বানর, রাশিয়ান চিড়িয়াখানায় এই বানরটিকে পরিত্যক্ত করে তার মা।

ফিওদরের মা তাকে পিঠে বহন করতে অস্বীকৃতি জানায়, অথচ বানরটির বেঁচে থাকার জন্য পিঠে চড়ে থাকা জরুরি ছিল।

ফলে চিড়িয়াখানার পরিচালক সিদ্ধান্ত নিলেন ছোট এই বানরটিকে বিড়ালের পিঠে চড়াবেন, আর ওই বিড়ালটিই এখন ফিওদরের দেখাশোনা করে।

রোসিনকা নামের ওই বিড়ালটির পিঠেই সারাক্ষণ থাকে ফিওদর, শুধুমাত্র দুধ খাওয়ার সময়ই সে বিড়ালের পিঠ থেকে নামে।

বিড়ালের সাথে ওই বানরটিকে এক মাস রাখার পরিকল্পনা করেছেন চিড়িয়াখানার পরিচালক।

এক মাস পর ফিওদরকে খাঁচায় স্থানান্তর করা হবে যেখানে অন্য বানরের সাথে সে থাকবে এবং প্রাপ্তবয়স্কদের খাবারও সে গ্রহণ করবে।-বিবিসি
০৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে