শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০১:০২

এভাবে আপনিও পেতে পারেন অনেক 'সোনা'!

এভাবে আপনিও পেতে পারেন অনেক 'সোনা'!

এক্সক্লুসিভ ডেস্ক : বাড়িতে বেকার পড়ে রয়েছে পুরনো স্মার্টফোন, কম্পিউটার, টিভি সেট। কোনো ব্যবহার নেই। স্টোররুমে ডাঁই করে রাখা হয়েছে এসব পুরনো পন্যগুলো। কিন্তু জানেন কি, এইসব পুরনো স্মার্টফোন, কম্পিউটার থেকে কত 'টন সোনা' আপনি পেতে পারেন?

ইলেকট্রনিক ডিভাইসের সার্কিট বোর্ড তৈরি হওয়ার সময় সোনার দরকার পড়ে। পরবর্তীকালে রাসায়নিক পদ্ধতিতে e-ওয়েস্ট থেকে আবার সেই সোনা পুনরুদ্ধারও করা যায়। তাহলে জেনে নেয়া যাক কিভাবে সেই সোনা পুনরুদ্ধার করা যায়।

১) কোনোরকম টক্সিক রাসায়নিক ব্যবহার না করেই এটা সম্ভব।

২) প্রথমে মৃদু অ্যসিডের মধ্যে ডিভাইসের সার্কিট বোর্ডটি রাখুন।

৩) অ্যাসিডে সম্পূর্ণ ধাতব অংশ গলে যাবে।

৪) এরপর একটি নির্দিষ্ট তৈলাক্ত তরল তাতে যোগ করুন।

৫) সেটাই সব যৌগের মিশ্রণ থেকে আলাদা করে দেবে সোনাকে।-জিনিউজ
০৩ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে