এক্সক্লুসিভ ডেস্ক : এডিনবার্গে নরওয়ের রয়্যাল গার্ড পরিদর্শন করেছে একটি পেঙ্গুইন। নিলস ওলাভ নামের এই পেঙ্গুইনটি শহরের একটি চিড়িয়াখানায় থাকে, এই গার্ড অনুষ্ঠানে তাকে ব্রিগেডিয়ার পদে সম্মানিত করা হয়।
খবরে বলা হয়, এডিনবার্গে সামরিক উৎসবে যোগ দিতে আসা নরওয়ের রেজিমেন্ট পেঙ্গুইন নিলসকে এই সম্মান প্রদান করে।
তবে ব্যাটালিয়ানের মাসকট সম্মানিত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও তাকে সম্মান দেয়া হয়েছিল। ২০০৮ সালে কিং হ্যারাল্ড পঞ্চম পেঙ্গুইন নিলসকে 'নাইটহুড' উপাধিতে ভূষিত করেন।
০৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম