রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩৬:৩১

টিকটিকির জীবন বাঁচানো এক যন্ত্র, জানলে অবাক হবেন!

টিকটিকির জীবন বাঁচানো এক যন্ত্র, জানলে অবাক হবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : টিকটিকির লেজ খসে পড়ার দৃশ্য দেখেননি এমন মানুষ পাওয়া দুষ্কর।  ঝাড়ু দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করার সময় প্রায়ই ঘটে এমন ঘটনা।  

এ ছাড়া টিকটিকি লেজ খসায় যেকোনো শিকারি প্রাণীর খপ্পরে পড়লে।  এ ক্ষেত্রে তাদের প্রধান শত্রু পাখি আর বিড়াল।  লেজ খসে পড়ার পর নড়াচড়া করতে থাকলে হয়তো অনেকেরই আফসোস হয়। তবে জানলে অবাক হবেন, টিকটিকি কেন লেজ খসায়।
 
টিকটিকি কেন লেজ খসায় এর উত্তর খুঁজতে বিস্তর গবেষণা করেছেন বিজ্ঞানীরা।  ঘেঁটেঘুঁটে তারা দেখেছেন, টিকটিকির শরীরের অন্যান্য অংশের চেয়ে লেজটা খুবই দুর্বল।

এটা নিশ্চিত যে, টিকটিকির লেজ খসে পড়ার বিষয়টি কোনো দুর্ঘটনা নয়, বিপদে পড়ার পরও এদের লেজ শরীরের সঙ্গে লেগে থাকে।

কিন্তু তখনই খসে পড়ে, যখন লেজের ভেতরের কোষগুলো বিশেষ এক রাসায়নিক উৎপাদন করে।  এই রাসায়নিকের প্রভাবেই ঘটে অদ্ভুত কাণ্ডটা।

তবে মজার ব্যাপার হলো, খসে পড়ার পরও কিন্তু লেজটা নড়াচড়া করতে থাকে।  এর ফলে শিকারি প্রাণী কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত হয়ে পড়ে।

শিকারি প্রাণী টিকটিকিটাকে ধরবে নাকি খসে পড়া জ্যান্ত লেজটা ধরবে, যেটি খসে পড়ার পরও নড়াচাড়া করতে থাকে।

এতে সহজেই অনুমেয়— টিকটিকির কাছে লেজ খসানো গা বাঁচানো কিংবা প্রাণ বাঁচানোর অন্যতম এক অস্ত্র।

এখানেই গল্পের শেষ নয়, লেজ তো খসল- তারপর লেজ ছাড়া টিকটিকি চলবে কী করে? যে লেজ নেড়েই একে অপরের সঙ্গে কথা বলে।  এটাকে আপনি বলতে পারেন গোপন টিকটিকি-ভাষা।

দেয়াল বেয়ে ওঠার সময় কিংবা লাফ দেয়ার মুহূর্তে শরীরের ভারসাম্য রক্ষা করতে লেজটা বড় দরকারি তার।  তাই লেজ খসানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি লেজ গজানোও জরুরি।  

লেজ খসানো আর গজানোয় বড় ওস্তাদ আর্জেন্টিনার বিশেষ এক প্রজাতির টিকটিকি।  এরা জীবনে ৬ বার পর্যন্ত লেজ খসায় আর গজায়! সূত্র : মেন্টাল ফ্লস
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে