এক্সক্লুসিভ ডেস্ক : একটি হাতঘড়ির দাম সাড়ে ৬ কোটি টাকা! বিশ্বাস না হলেও কিন্তু সত্যি। ঘড়িটিতে কোনো হিরা-জহরত নেই। তবে এত দাম কেন এমন প্রশ্ন থাকতেই পারে।
সুইজারল্যান্ডের একটি ক্ষুদ্র কোম্পানি এ ধরনের মাত্র চারটি হাতঘড়ি তৈরি করেছে, যার প্রতিটির মূল্য ৮ লাখ ১৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় ৬ কোটি ৩৫ লাখ।
গ্রুবেল ফর্সে কোম্পানি তৈরি করেছে কোয়াড্রাপল টুরবিলন মডেলের এই চারটি ঘড়ি।
সুইজারল্যান্ডের চক্স-ডি-ফন্ডসে অবস্থিত কোম্পানিটি বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ ঘড়ি তৈরির জন্য খ্যাত। বিশ্বের বিরল প্রকৃতির ঘড়ি তৈরি করে থাকে কোম্পানিটি। কোম্পানিটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত।
কোম্পানিটি প্রতিবছর মাত্র ৫-৬টি কোয়াড্রাপল টুরবিলন মডেলের ঘড়ি তৈরি করে। তবে বিস্ময়কর ব্যাপার হলো- তাদের এ মডেলের একটি ঘড়ির যা দাম তা দিয়ে ঢাকা শহরে ৬টি উন্নতমানের ফ্ল্যাট কেনা যায়।
এই ঘরির এত দাম নিয়ে মুখ খুললেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা স্টিফেন ফর্সি।
তার মতে, এ ধরনের ঘড়ির আইডিয়া তৈরির জন্য লেগে যায় ৫ বছর। তবে কি ধরনের আইডিয়া? মনে পারে একটা পাগলামি। কিন্তু চারটি টরবিলন মডেলের ঘড়ি তৈরিতে লেগে যায় আরো দুই বছর।
কারিগরি দিকও থাকতে হয় ভীষণরকম নিখুঁত। সুইজারল্যান্ডের অন্যান্য বিশ্বখ্যাত ঘড়ির সময় যেখানে দৈনিক ১০ সেকেন্ড পর্যন্ত হেরফের হয় সেখানে কোয়াড্রাপল টুরবিলন মডেলের ঘড়ির সময় হেরফের হয় মাত্র ২.৫ সেকেন্ড।
স্টিফেন ফর্সি বলেন, কোয়াড্রাপল টুরবিলন মডেলের রয়েছে ৫৩৪টি অংশ। নিখুঁতভাবে তৈরির জন্য এর প্রতিটিই করা হয় সাধারণত হাতে। তাতে করে সময় লেগে যায় এক বছরের সমান কর্মঘণ্টা। সূত্র : নিউইয়র্ক টাইমস
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম