মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৩১:০০

এবার ঘড়ি বলে দেবে আপনার শারীরিক অবস্থা

এবার ঘড়ি বলে দেবে আপনার শারীরিক অবস্থা

এক্সক্লুসিভ ডেস্কঃ এবার ঘড়িই বলে দেবে ভুলোমনাদের গতিবিধি এবং রোগব্যাধির আগাম খবরাখবর। রোগীর মানসিক অবস্থা তার শরীরে হৃৎস্পন্দন সবই ধরা পড়বে ঘড়িতে। এই অভিনব ঘড়ি তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষক দলে রয়েছেন দুই ভারতীয় শিক্ষার্থী দেবরাজ দে এবং সজল দাস। তাঁদের কথায়, ঘড়িটি চারটি কাজ করবে। শরীরের তাপমাত্রা, রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাসের গতি মাপতে পারবে। সেই পরিসংখ্যান জেনে নিয়ে দূর থেকে কোনও ডাক্তারবাবু বুঝে যাবেন রোগীর হাল হকিকত। সেই অনুযায়ী চিকিৎসাও করা যাবে, আগাম রোগ প্রতিরোধ করা যাবে।

দেবরাজ জানিয়েছেন, ‘‌স্নায়ুতন্ত্রের সামান্য বদল হলেই তা ধরা পড়ে। তার থেকে রোগ নির্ণয় সম্ভব। তাছাড়া, ঘড়িতে থাকছে জি পি এস ব্যবস্থা। অনেক সময়ই দেখা যায় ভুলোমনা রোগী বাড়ি ফিরছেন না। তাঁদের অবস্থান জানার পাশাপাশি শারীরিক অবস্থাও আঁচ করা যাবে এই ঘড়ি দিয়ে।‌-আজকাল

৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে