শনিবার, ০৩ অক্টোবর, ২০১৫, ০৫:৪৭:৪৭

বিশ্বের দীর্ঘতম কাচের ব্রিজ

বিশ্বের দীর্ঘতম কাচের ব্রিজ

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতু। ভাঙার ভয় নেই। কাটার ভয় নেই। চীনের হুনানে একটি কাঠের ব্রিজকে পাল্টে কাঁচের ব্রিজ বানানো হয়। এখন সেটি পৃথিবীর বুকে জ্বলজ্বল করছে বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ হিসাবে।

চীনের হুনান প্রদেশের শিনিউজহাই জিওপার্কে অবস্থিত দীর্ঘতম কাঁচের ব্রিজটি ৩০০ মিটার লম্বা। মাটি থেকে ১৮০ মিটার উঁচুতে রয়েছে। সেতুটি ২৪ মিলিমিটার দুটি কাঁচের স্তর মিলিয়ে তৈরি হয়েছে। ইঞ্জিনিয়ারদের তরফ থেকে জানানো হয়েছে, এই কাঁচের স্তর ২৫ গুণ মজবুত সাধারণ জানালার কাঁচ থেকে।

৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে