বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:৪০:৫২

ভূতের ভয়ে কেউ এই বাড়ির ছায়াও মাড়ান না

ভূতের ভয়ে কেউ এই বাড়ির ছায়াও মাড়ান না

এক্সক্লুসিভ ডেস্ক : ১০ বছর ধরে পড়ে রয়েছে বাড়িটা৷ আজ পর্যন্ত কেউ সাহস করে উঠতে পারেননি৷ বুকের পাটা ফুলিয়ে দাবি অবশ্য কয়েকজন করেছিলেন৷ কিন্তু, ফল হাতেনাতে পেয়েছেন তারা৷ আজও পরিত্যক্ত ভারতের চেন্নাইয়ের বাল্মীকি নগরের অ্যাপার্টমেন্ট নম্বর F-2৷

কিন্তু কী এমন হয়েছিল ১০ বছর আগে? লোকে বলে, এক দশক আগে আত্মহত্যা করেছিল বাড়িওয়ালার মেয়ে৷ তারই আত্মা আজ পর্যন্ত রয়েছে ওই বাড়িতে৷ দিনের আলো পড়তেই নাকি অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায় বাড়িতে৷ কখনও জোরে কেউ দরজা পেটাতে থাকে, কখনও মাঝরাতে হঠাৎ করে কেউ চিৎকার করে ওঠে, কখনও বা কারও ফোঁপানোর শব্দ ভেসে আসে৷

এমনকী অভিশপ্ত ওই বাড়ির পাশ দিয়ে গেলে রহস্যজনকভাবে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না৷ আর এটা সবার ক্ষেত্রেই হয়৷ দিনের বেলা যদিও বা কেউ কেউ প্রয়োজনে ওই বাড়ির পাশ দিয়ে যান, সন্ধ্যা নামার পর কেউ ছায়াও মাড়ান না৷ থাকে শুধু একজনই!

৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে