বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৩:৫২

রেকর্ড: মন্দিরে এক দিনে ৫২৮ জনের বিয়ে

রেকর্ড: মন্দিরে এক দিনে ৫২৮ জনের বিয়ে

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের কেরালার বিখ্যাত গুরুভাইয়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে একদিনে ২৬৪টি বিয়ে সম্পন্ন হয়েছে। ত্রিসুর জেলার ওই মন্দিরে গত রবিবার রেকর্ড সংখ্যক বিয়ে হয়। ৫২৮ জনের বিয়ে হয় সেদিন।

গুরুবায়ুর মন্দির ভুলোকা বৈকুণ্ঠ নামেও পরিচিত। ধরিত্রী মায়ের ওপর বিষ্ণুর মাটির ঘরে স্থাপিত মন্দিরকে দক্ষিণ ভারতের দ্বারকাও বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই মন্দিরে স্বয়ং ব্রহ্মা শ্রীকৃষ্ণের পূজা করেন। তাই সেখানে বিয়ে করা পবিত্র মনে করা হয়। তবে চাইলেই বিয়ে করা যায় না সেখানে। অনলাইনে রীতিমত রিজার্ভেশন করার পর ভাগ্যে থাকলে তবে বিয়ে হয়।

এই মন্দিরের সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা। সঙ্গে ৬৫টি হাতি, স্বর্ণ-রূপাসহ নানা সম্পত্তি। প্রতিদিন ৩ কোটি টাকার দান সংগ্রহ হয় এই মন্দির থেকে। -নতুনসময়.কম।
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে