এক্সক্লুসিভ ডেস্ক : ঘুড়ি উড়ানোর বয়সটা প্রাপ্ত বয়সের আগেই। তবে সখের বশে প্রাপ্তবয়স্করাও ঘুড়ি উড়ান বেশ মজা করে। এটা একটা আলাদা নেশা। ঘুড়ি কেনার জন্য রয়েছে। কিন্তু এখন অনলাইনেও ঘুড়ি বিক্রি হচ্ছে৷ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷ কারণ অন্যসব কিছুর মতোই ঘুড়িও দিব্যি বিক্রি হতে পারে নেটে৷ তবে চমকটা অন্যখানে৷ জানেন কি আপনার পছন্দের সাইটগুলোয় প্রায় এক লাখ টাকারও বেশি দামের ঘুড়ি বিকোচ্ছে? সেই ঘুড়ির বিশেষত্বই বা কী?
বিশ্বকর্মা পূজার বাকি আর হাতে গোনা কয়েকটা দিন৷ মানে ঘুড়ি কেনার জন্যও হাতে সময় সীমিত৷ চিন্তা নেই৷ লাখ টাকার ঘুড়ি আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে অনলাইন অর্ডারের বদৌলতে৷
অনলাইনে বিক্রি হওয়া সবথেকে দামি ঘুড়ির নাম মার্টিন লেস্টার ফ্লেমিংগো কাইট৷ ঘুড়িটি দেখতে অবিকল ফ্লেমিংগোর মতো৷ দাম ১ লাখ ১৫ হাজার ৯১৯ টাকা৷
রয়েছে ইএমআই-এর ব্যবস্থাও৷ মাসিক ১০ হাজার ৩৫৪ টাকার মতো কিস্তি দিলেই এই ঘুড়ি আপনার৷ ঘুড়ির বৈশিষ্ট্য হলো এটি একেবারে খাস ইংল্যান্ড থেকে আসছে আপনার জন্য৷ যে ফ্লেমিংগো পাখিটি রয়েছে সেটি প্লাস্টিকের তৈরি৷ মানে সহজে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই৷ পাখির ডানার মাপই প্রায় ৮ ফুট৷ ঘুড়ির সুতো ফাইবার গ্লাসের৷
এরপর রয়েছে পেপার কাইট৷ একসঙ্গে ১০০টি ঘুড়ি পাবেন৷ দাম ৪১ হাজার ৪৩২ টাকা৷ এই ঘুড়িও মাসিক ৩ হাজার ৭০০ টাকা কিস্তিতে কিনতে পারবেন৷ বৈশিষ্ট্য এর সংখ্যায়৷ নাহলে বাকিসব আপনার পাড়ার ঘুড়ির দোকানে বিক্রি হওয়া ঘুড়ির মতোই৷
ঘুড়ি এবং মাঞ্জা কিনতে পারেন ১২,০০০ টাকায়৷ ৪২ সেমি x ৪২ সেমি এই ঘুড়ির মাপ৷ একসঙ্গে ১০টা ঘুড়ি পাবেন৷ তবে সব ক'টা ঘুড়ির ডিজাইন একরকম নাও হতে পারে৷ মাসিক কিস্তির ব্যবস্থা রয়েছে এখানেও৷ মাসে মাসে ১০৪৪ টাকা দিলেই এই ঘুড়ি আপনার৷
তবে কম দামে কোনও ঘুড়িই অনলাইনে পাবেন না এরকম ভাববেন না৷ ৫৮৬ টাকায় পাবেন ঈগল ঘুড়ি৷ দেখতে অবিকল ঈগলের মতো৷ বাড়িতে অনায়াসে ভাঁজ করে রাখতে পারবেন৷ নষ্ট হবে না৷ মাপ ২০ ইঞ্চি৷ পছন্দমতো রং-ও বেছে নিতে পারেন৷
স্পাইডারম্যান ঘুড়িও আছে৷ ৮১৯ টাকা৷ এই ঘুড়ি জার্মানিতে তৈরি৷ স্পাইডারম্যানের ছবি আর ঘুড়ির লম্বা লেজই নাকি এর বৈশিষ্ঠ৷ তবে অনলাইনে কিনলে ৫০ টাকা অতিরিক্ত ডেলিভারি চার্জ লাগবে৷
মাত্র ৪২৯ টাকা আবার আছে ৪০টা ফাইটার রকেট ঘুড়ি৷ নানা রঙের এই ঘুড়ির নিচের অংশ সুতো গিয়ে তৈরি৷ রঙের ক্ষেত্রেও রয়েছে নানা বৈচিত্র্য৷ এছাড়াও পাবেন ডিজনি থিম, অ্যানিম্যাল থিম, সুপার হিরো থিমের ঘুড়ি৷ দাম পড়বে ১০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে৷
তবে শুধু ঘুড়ি নয়, লাটাই মাঞ্জা, ঘুড়ি ওড়ানোর রিস্ট স্ট্র্যাপ- সবই বিশ্বকর্মা পূজার আগে বিক্রি হচ্ছে অনলাইনে৷ লাটাইয়ের দাম শুরু ৩০০ টাকা থেকে৷ রিস্ট স্ট্যাপ পাবেন ৫,৫০০ টাকায়৷ মাঞ্জার দামও ২০০ টাকার মতো৷
চেনা সাইটগুলো ছাড়া একটু অজানা সাইটগুলোও দেখতে পারেন ঘুড়ি কেনার জন্য৷ অর্থাৎ অ্যামাজন, জংলির পাশাপাশি চোখ রাখুন উইনওয়ার্ডকাইটস.কম, পাতাংডোরি.কম, স্লিংশর্টস্পোটর্স.কম, হাইফ্লাইকাইটস.কো-র মতো সাইটগুলোতেও৷
কেনার আগে ভালো করে দামের তুলনামূলক বিচার করে নিন৷ ব্যস, আর কী! অর্ডার দিন আর বাড়ি বসেই পেয়ে যান আপনার পছন্দের ঘুড়ি৷
৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম