বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:০৮:১১

১৪৫টি ডিগ্রি অর্জন করেছেন ইনি!

 ১৪৫টি ডিগ্রি অর্জন করেছেন ইনি!

এক্সক্লুসিভ ডেস্ক : দু’চারটি নয় শিক্ষাজীবনে ১৪৫টি অ্যাকাডেমিক ডিগ্রি অর্জন করেছেন প্রফেসর ভিএন পার্থিবান।  অবাক হলেন, ঘটনাটি কিন্তু সত্যি।  এমন তথ্য জানা গেছে ইন্দো ইন্ডিয়ায়।

প্রফেসর ভিএন পার্থিবানের ডিগ্রির মধ্যে উল্লেখযোগ্য হলো- ৮টি মাস্টার্স অব ল ডিগ্রি (এমএল), ১০টি মাস্টার্স অব আর্টস ডিগ্রি (এমএ), ৮টি মাস্টার্স অব কর্মাস ডিগ্রি (এম.কম), ৩টি মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি (এমএসসি), ১২টি রিসার্চ ডিগ্রি (এম.ফিল) এবং ৯টি মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি (এমবিএ)।

তিনি ভারতের চেন্নাইয়ের বিভিন্ন কলেজে একশ’রও বেশি বিষয়ে শিক্ষাদান করেন।

এতগুলো ডিগ্রি অর্জনের বিষয়ে ৫৫ বছর বয়সী পার্থিবান বলেন, ‘আমি পড়ালেখাটা খুব উপভোগ করি।  প্রতিনিয়ত নতুন ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিই।’

দীর্ঘ ৩০ বছর ধরে পার্থিবান বিভিন্ন কোর্সে আবেদন এবং ডিগ্রি অর্জনের বিষয়টি চালিয়ে আসছেন। সাপ্তাহিক ছুটির দিনে অবসাদ দূর করতে সবাই যখন ব্যস্ত হয়ে পড়েন পার্থিবান তখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে ব্যস্ত থাকেন।

চেন্নাইয়ের একটি দরিদ্র পরিবারে জন্ম পার্থিবানের। এই ডিগ্রি অর্জন করতে গিয়ে অনেক পরীক্ষায় অকৃতকার্যও হতে হয়েছে তাকে।  কিন্তু হার মানেননি তিনি।  

তিনি বলেন, প্রথম কলেজ ডিগ্রি পেতে আমাকে অনেক লড়াই করতে হয়েছে।  অনেক সময় ভুল বিষয়ে পড়ার জন্য অকৃতকার্যও হতে হয়েছে।’

এতগুলো ডিগ্রি অর্জন করলেও একটি বিষয়ে ভয় রয়েছে পার্থিবানের।  বিষয়টি হলো গণিত।  এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি একবার এমন একটি বিষয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি।  কারণ এটিতে অনেক গাণিতিক বিষয় রয়েছে, এ জন্য অনেক পরিশ্রমও করতে হয়’।

এতগুলো ডিগ্রি অর্জন করতে গিয়ে পার্থিবান সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন।  তিনি এখন মানুষের চেহারাও মনে রাখতে পারেন না।  বিভিন্ন স্থানে যাওয়ার সময় তিনি দিক ভুলে যান।

তবে এ নিয়ে চিন্তিত নন প্রফেসর পার্থিবান।  ডিগ্রি অর্জনের এ প্রক্রিয়া চালিয়ে যাবেন বলে জানান।  আরো অনেক ডিগ্রি অর্জনের আশা রয়েছে তার।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে