বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:০৯:২৬

আর চিন্তা নেই, বাজারে আসছে এবার প্রেম মাপার যন্ত্র!

আর চিন্তা নেই, বাজারে আসছে এবার প্রেম মাপার যন্ত্র!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেমে মজেছেন? মনের মানুষটিকে নিয়ে মনে খুঁতখুঁতি? আর চিন্তা নেই, বাজারে আসছে এবার প্রেম মাপার যন্ত্র।

আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ঠিক কতটুকু ভালোবাসে সেই যন্ত্রই এবার বলে দেবে।  এটা কি সত্যিই প্রেম না অভিনয়? যে কারণে সিদ্ধান্ত নিতেও হিমশিম খাচ্ছেন আপনি।  এ সংকট সমাধানে উদ্ভাবন হয়েছে ‘ইমোশনার ডিটেক্টর’।

ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করে উদ্ভাবন করেছেন এমন যন্ত্রের।  এ যন্ত্র ত্বক, হার্ট রেট এবং চোখের তারা পরীক্ষা করে বলে দেবে, আপনার ভালোবাসার ওজন কতটুকু।  

এই ছোট্ট মেশিনটি জুড়ে দেয়া যায় স্মার্টফোনের সঙ্গেও।  অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি।  যন্ত্রটি বাজারজাত প্রক্রিয়া চলছে।

তবে প্রশ্ন উঠেছে, কেউ হয়তো আপনাকে ভালোবাসেন।  কিন্তু তার মেজাজ হয়তো তখন তিক্ত। তাহলে মেশিন কী করে সেই খোঁজ দেবে?

আবার এও তো হতে পারে, কারো হয়তো যথার্থই আপনাকে ভালো লাগে। কিন্তু ভালোবাসার পর্যায়ে তিনি পৌঁছাননি।  আর একটু সময় লাগবে।  এ অবস্থায় যন্ত্র দিয়ে মাপতে গেলে গণনায় ভুল অনিবার্য।  অনেকেই বলছেন, রহস্য না থাকলে রোমান্সের রইলটা আর কী?

ফলে হবু প্রেমের আঁচ পেতে কেউ এই যন্ত্রের ব্যবহার করবেন, এমন আশা করা যাচ্ছে না।  কিন্তু একটি ক্ষেত্রে এই যন্ত্র কাজে আসতেই পারে।  মনের গভীরতার তল খুঁজে পাওয়ার ক্ষেত্রে এই যন্ত্র কাজে আসতে পারে।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে