শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০১:২৩:০৩

অফিস বা অন্যত্র টয়লেটে হ্যান্ড ড্রায়ার ব্যবহার করেন? এই খবর পড়ে আর করবেন না

অফিস বা অন্যত্র টয়লেটে হ্যান্ড ড্রায়ার ব্যবহার করেন? এই খবর পড়ে আর করবেন না

এক্সক্লুসিভ ডেস্ক: আজকাল হ্যান্ড ড্রায়ারের চল হয়েছে। বিভিন্ন টয়লেটে রাখা থাকে হ্যান্ড ড্রায়ার। যার তলায় হাত রাখলে নিজে থেকেই হায় শুকিয়ে যায়। অনেকেই পাবলিক টয়লেট তো বটেই, অফিসের টয়লেট পর্যন্ত ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন। কারণ

একটাই, অসুস্থতার ভয়। জীবাণু। যদিও বা কোনও টয়লেট ব্যবহার করা হয়, তা হলে নিশ্চিতভাবেই টিস্যু পেপারের পরিবর্তে হ্যান্ড ড্রায়ারের খোঁজ পড়ে সর্বাগ্রে।

ড্রায়ারের নীচে হাত রাখলেই বেরিয়ে আসে উষ্ণ হাওয়া। উষ্ণ হাওয়া মানেই নিরাপদ, এমন একটি ধারণা তৈরি হওয়া স্বাভাবিক। তবে সম্প্রতি একটি গবেষণা এই মিথ ভেঙে দিয়েছে। তাতে দেখা গিয়েছে, টিস্যু পেপারের থেকে হ্যান্ড ড্রায়ার শতগুণে অস্বাস্থ্যকর।

কারণ হিসেবে বলা হয়েছে, গড়ে ঘণ্টায় ৩০০ মাইল বেগে হাওয়া বেরোয় ড্রায়ার থেকে। এর ফলে জীবাণু ছড়িয়ে পড়ে টয়লেটের চতুর্দিকে। অর্থাৎ, টিস্যু পেপারের থেকে বহুগুণ জীবাণু ছড়াচ্ছে এই ড্রায়ার। তা হলে কী করবেন? নিজের রুমালই সবথেকে ভাল। প্রয়োজনে দু’টি করে রুমাল রাখুন।-এবেলা

৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে