শুক্রবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২২:২৯

হঠাৎ মহাকাশে এটা কি?

হঠাৎ মহাকাশে এটা কি?

এক্সক্লুসিভ ডেস্ক: অবাক হওয়ার কিছু না! গ্রহাণু বেন্নু পরীক্ষার জন্য মহাকাশে একটি যান পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সাত বছরের জন্য যাত্রা করা প্রোবটির নাম রাখা হয়েছে অসিরিস রেক্স। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে মহাকাশে এটা দেখা যায়।-খবর বিবিসি

এরপর জানা যায়, ফ্লোরিডার স্থানীয় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে অসিরিসের যাত্রা শুরু হয়। সাত বছর পর ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উতাহ মরুভূমিতে ফিরে আসবে প্রোবটি। বেনু গ্রহাণুতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার উদ্দেশ্যেই অসিরিসকে পাঠানো হচ্ছে।
 

তবে গ্রহাণুতে প্রোব পাঠানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১০ সালে ইতোকাওয়া নামে একটি প্রোব পাঠিয়েছিল জাপান। তবে মার্কিন বিজ্ঞানীরা আশা করছেন, তারা গবেষণার জন্য আরও অনেক বস্তু পাবে। অন্তত কয়েকশ গ্রাম।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে